শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


তাকমিল পরীক্ষার রেজাল্ট কবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: তাকমিল পরীক্ষার রেজাল্ট প্রদানের তারিখ জানা যাবে আরও ১৫ দিন পর। আজ মঙ্গলবার (৩ অক্টোবর) আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি জানিয়েছেন আল-হাইয়াতুল উলইয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর অফিস সম্পাদক মাওলানা অসিউর রহমান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এবছরের পরীক্ষার খাতা দেখা হচ্ছে নতুন প্রক্রিয়ায়। যা এর আগে কখনো হয়নি। সারাদেশ থেকে খাতা দেখা শেষ করেছেন পরীক্ষকগণ। সেগুলো ইতিমধ্যে অফিসেও পৌঁছে গেছে। বর্তমানে খাতার নিরিক্ষণ চলছে। তবে ধারণা করা যাচ্ছে, আরও ১৫ দিন পরে হয়তো পরীক্ষার ফলাফল ঘোষণার তারিখ আমরা ঘোষণা করতে পারবো।’

তিনি নতুন প্রক্রিয়ার ব্যাখ্যায় আওয়ার ইসলামের এই প্রতিবেদককে জানান, ‘অন্যান্য বছরের তুলনায় এ বছরের পরীক্ষায় কিছুটা পার্থক্য করা হয়েছিলো। অন্যান্য বছর পরীক্ষার খাতাতেই দেয়া থাকতো শিক্ষার্থীদের রোল নম্বর। কিন্তু এ বছর আমরা আলাদা কাগজে পরীক্ষার রোল নম্বর দিয়েছি। এরপর খাতা জমা নিয়ে রোল নাম্বার দেয়া কাগজগুলো রেখে সেখানে একটি নতুন গোপন নম্বর যুক্ত করে দিয়েছি।’

তিনি জানান, ‘খাতা দেখার পর নিরীক্ষণ শেষে আমাদের দেয়া গোপন নম্বরের সাথে শিক্ষার্থীর রোল নম্বর মিলানোর কাজ চলছে। এটি বেশ সময়সাপেক্ষ ব্যাপার। তাই এখনো ফলাফল প্রদানের তারিখ নিশ্চিত করে জানাতে পারছি না।’

উল্লেখ্য, আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ। বাংলাদেশ কওমি মাদরাসার সর্বোচ্চ শিক্ষা অথরিটি। করোনাভাইরাস মহামারির কারণে গত ১৪৪১ হিজরি সনের তাকমিল পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। চলতি বছরের গত ১৬ আগস্ট মাদরাসা খুললে পরীক্ষা হয় ২০ সেপ্টেম্বর’২০ তারিখে। শেষ হয় ২৯ সেপ্টেম্বর’২০ এ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ