বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাসব্যাপী সিরাত প্রতিযোগিতা: পুরস্কার ১৫ লক্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রিয়নবি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ। তাঁর প্রতি ভালোবাসা পোষণ করা ঈমানের অংশ। বাক-স্বাধীনতার নামে ফ্রান্স সরকার রাষ্ট্রীয়ভাবে রাসূল সা.-কে অবমাননা করার প্রতিবাদে ও রাসূলের সীরাত সর্বস্তরে পৌঁছে দিয়ে সর্বস্তরের মানুষকে সুন্নাহর আলোয় আলোকিত করার লক্ষ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশন মাসব্যাপী সীরাত অধ্যয়ন ও সীরাত প্রতিযোগিতার আয়োজন করছে।

#সীরাতপাঠ
সীরাত অধ্যয়ন সহজ করতে এবং ঘরে ঘরে সীরাতগ্রন্থ পৌঁছে দিতে প্রতিযোগিতায় অংশগ্রহণেচ্ছুদের জন্য স্বল্পমূল্যে সীরাতগ্রন্থ বিতরণ করা হবে।
* সাধারণ বিভাগের জন্য নির্ধারিত বই: ‘আর-রাহীক আল-মাখতূম’ (পৃষ্ঠাসংখ্যা ৫৬০)
* মাধ্যমিক বিভাগের জন্য নির্ধারিত বই: ‘সীরাতে ইবনে হিশাম’ (সংক্ষেপিত-পৃষ্ঠাসংখ্যা ৩৬৪)
* জুনিয়র বিভাগের জন্য নির্ধারিত বই: ‘শিশু সীরাত সিরিজ’, মাওলানা আবু তাহের মেসবাহ (১০ খণ্ড)
সব বিভাগের প্রতিযোগীদের জন্য নির্ধারিত বই মাত্র ১০০ টাকায় দেয়া হবে। প্রতিযোগীকে নিবন্ধনের সময় বইয়ের নামমাত্র মূল্য ১০০+কুরিয়ার চার্জ ৫০টাকা (মোট ১৫০টাকা) পাঠাতে হবে।

#প্রতিযোগিতা
তিনটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যে কোনো ধর্মের ও শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশগ্রহণ করতে পারবে।
* সাধারণ বিভাগ: উচ্চ মাধ্যমিকসহ তদূর্ধ (১৮ ঊর্ধ্ব বয়সি)।
পরীক্ষার ধরন: ‘আর-রাহীক্ব আল-মাখতূম’ গ্রন্থের আলোকে ২০০ টি প্রশ্নের উত্তর ও প্রিয়নবীকে নিয়ে ১০০০ শব্দের রচনা।

প্রথম পুরস্কার: উমরাহ (১জন)
দ্বিতীয় পুরস্কার: ল্যাপটপ (২জন)
তৃতীয় পুরস্কার: নোটপ্যাড (৫জন)
বিশেষ পুরস্কার: ৮০০ টাকার ইসলামী বই (৩০০ জন)

* মাধ্যমিক বিভাগ: ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থী (অনুর্ধ্ব ১৮ বয়সি)।
পরীক্ষার ধরন: সীরাতে ইবনে হিশাম বইয়ের আলোকে ১০০ টি প্রশ্নের উত্তর ও প্রিয়নবীকে নিয়ে ৫০০ শব্দের রচনা।
প্রথম পুরস্কার: ৫০০০০ (পঞ্চাশ হাজার) টাকার এককালীন শিক্ষাবৃত্তি (১জন)
দ্বিতীয় পুরস্কার: ২৫০০০ (পঁচিশ হাজার) টাকার এককালীন শিক্ষাবৃত্তি (৫জন)
তৃতীয় পুরস্কার: ১০০০০ (দশ হাজার) টাকার এককালীন শিক্ষাবৃত্তি (১০জন)
বিশেষ পুরস্কার: ৬০০ টাকার ইসলামী বই (৫০০জন)

* জুনিয়র বিভাগ: প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী (অনূর্ধ্ব ১০ বছর বয়সি)
পরীক্ষার ধরন: মাওলানা আবু তাহের মেসবাহ রচিত ১০ খণ্ডের শিশু সীরাত সিরিজ-এর আলোকে ৫০টি প্রশ্নের উত্তর ও প্রিয়নবীকে নিয়ে ২০০ শব্দের রচনা।

প্রথম পুরস্কার: বাইসাইকেল/সমপরিমাণ নগদ অর্থ (১০জন)
দ্বিতীয় পুরস্কার: পড়ার টেবিল (২০জন)
তৃতীয় পুরস্কার: বিজ্ঞানবাক্স (৫০জন)
বিশেষ পুরস্কার: ৫০০ টাকার ইসলামী বই (১০০০জন)
প্রতিযোগিতায় বিজয়ী (৪০% মার্ক প্রাপ্ত) সবাইকে আস-সুন্নাহ ফাউন্ডেশ কর্তৃক সনদপত্র পদান করা হবে।

# নিয়মাবলি
✅ ২৯ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে নিবন্ধন করতে হবে। সীরাতগ্রন্থের অর্ডারসহ নিবন্ধন করতে হবে এই লিংকে: https://forms.gle/aGebLq3V5Jwayn9z5
✅ নিবন্ধিতদের কাছে ১৭ নভেম্বর-এর মধ্যে কুরিয়ারে সীরাতগ্রন্থ পাঠানো হবে ইন শা আল্লাহ।
✅ প্রতিযোগীরা ১২ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত অধ্যয়নের সুযোগ পাবেন।
✅ ১৩ ডিসেম্বর, ২০২০ প্রশ্নপত্র অনলাইনে উন্মুক্ত করা হবে।
✅ প্রতিযোগীরা প্রশ্নপত্র প্রিন্ট করে (১ দিনের মধ্যে) উত্তর দিয়ে ১৪ ডিসেম্বরে উত্তরপত্র আস-সুন্নাহ ফাউন্ডেশনের ঠিকানায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবেন। ২০ ডিসেম্বর ২০২০ তারিখের মধ্যে উত্তরপত্র আস-সুন্নাহ ফাউন্ডশনের অফিসে পৌঁছাতে হবে।

✅ ১লা জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ ফলাফল প্রকাশ করা হবে ইন শা আল্লাহ।
✅ পরবর্তী ১০দিনের মধ্যে প্রত্যেক গ্রুপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হবে। একই সময়ে অন্যান্য বিজয়ীদের ঠিকানায় পুরস্কার পৌঁছে দেয়া হবে।

❏ বিশেষ অনুরোধ: প্রতিযোগীরা বই-পুস্তক অধ্যয়ন করে (প্রয়োজনে বই থেকে ঘেঁটে) উত্তর লিখবেন; ব্যক্তি বিশেষের সাহায্য নিয়ে উত্তর লিখবেন না। রাসূল সা. এর সীরাতচর্চার এই মহতি উদ্যোগে কেউ অসাধু উপায় অবলম্বন করবেনা না বলেই আমাদের বিশ্বাস।
❏ বিশেষ জ্ঞাতব্য: প্রতিযোগিতা বিষয়ক সকল আপডেট ইসলামী জ্ঞানের ভুবন পেজে জানানো হবে। প্রতিযোগীদেরকে লাইক দিয়ে পেইজে যুক্ত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। https://www.facebook.com/ikw.info/
* প্রতিযোগিতা সংক্রান্ত যে কোনো বিষয় পরিবর্তন করার ক্ষমতা আস-সুন্নাহ ফাউন্ডেশন সংরক্ষণ করে।

# সহযোগিতা
☞ দ্বীনি ইলম এবং রাসূল সা.-এর সীরাতচর্চার মহৎ উদ্যোগ বাস্তবায়নে আপনিও আস-সুন্নাহ ফাউন্ডেশনের সহযোগী হতে পারেন। দেশ-বিদেশ থেকে যে কোনো পেমেন্ট মেথড থেকে অংশগ্রহণ করতে পারেন নিচের লিংকে ক্লিক করে:
https://donation.assunnahfoundation.org/
এছাড়াও সাধারণ পদ্ধতিতেও অংশগ্রহণ করতে পারেন:
বিকাশ পার্সোনাল: 01756400541, বিকাশ মার্চেন্ট: 0131230978 (পারসোনাল বিকাশ থেকে Payment সিলেক্ট করে পাঠাতে হবে) রকেট: 01756400541, নগদ: 01756400541
ব্যাংক একাউন্ট: ACCOUNT NAME: AS SUNNAH FOUNDATION
SAVINGS ACCOUNT NO. 20502920202959613
ISLAMI BANK BANGLADESH,
KANCHPUR BRANCH. NARAYAN GANJ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ