শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


চিলাহাটি-হলদিবাড়ি রেললাইন চালু হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের নীলফামারীর চিলাহাটি ও ভারতের কুচবিহারের হলদিবাড়ির মধ্যে আগামী ডিসেম্বরে নতুন রেল যোগাযোগ চালু হচ্ছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মুহা. নুরুল ইসলাম সুজন।

আজ বুধবার রাজধানীর রেল ভবনে ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে বৈঠককালে তিনি এ কথা জানান।

বৈঠকে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে উভয় দেশের রেল যোগাযোগ নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেন রেলপথ মন্ত্রী। শুরুতে তাদের মধ্যে চিলহাটি ও হলদিবাড়ি রেল চলাচলের বিষয়ে আলোচনা হয়।

রেলপথ মন্ত্রী জানান, বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে আগামী ডিসেম্বরে নতুন এই আন্তঃদেশীয় রেলপথ উদ্বোধন করবেন উভয় দেশের প্রধানমন্ত্রী। শুরুতে এই পথ দিয়ে উভয় দেশের মধ্যে শুধু পণ্যবাহী ট্রেন চলাচল করবে। পরবর্তীতে যাত্রীবাহী ট্রেন চলাচল করার বিষয়ে আলোচনা করা হবে।

তিনি বলেন, ঢাকা-শিলিগুড়ি রুটে একটি যাত্রীবাহী ট্রেন চলাচলের ব্যবস্থা করা যায় কি না সে বিষয়ে পরিকল্পনা করা হচ্ছে। আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে এ আন্তঃদেশীয় ট্রেন চলাচল শুরু করার চিন্তা করা হচ্ছে।

নুরুল ইসলাম সুজন বলেন, আগামী মাসে বঙ্গবন্ধু রেলসেতুর কাজ শুরু করা হবে। এই সেতুটি নিমার্ণকাজ শেষ হলে দেশের অভ্যন্তরীণ রেল যোগাযোগ ব্যবস্থায় অভাবনীয় উন্নতি ঘটবে। আর পদ্মাসেতুর নির্মাণ কাজ শেষ হলে এবং রেল সংযোগ চালু হলে খুব কম সময়ে এবং সহজে ভারতীয় ট্রেন বেনাপোল হয়ে ঢাকায় যাত্রী ও পণ্য পরিবহন করতে পারবে।

এ ছাড়া রেলপথের মিটারগেজ লাইনগুলোকে ধীরে ধীরে ব্রডগেজ লাইনে রূপান্তরের কাজ চলছে বলে জানান রেলপথ মন্ত্রী।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ