শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


মিশর আল আজহারের নতুন ভিসি ড. মুহাম্মাদ আবদুর রহমান দাউইনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: বিশ্বখ্যাত ইসলামী বিদ্যাপীঠ মিসরের জামিয়াতুল আজহার (আল আজহার বিশ্ববিদ্যালয়) -এর নতুন তত্ত্বাবধায়ক বা ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ডক্টর মুহাম্মাদ আবদুর রহমান দাউইনি।

বৃহস্পতিবার প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এক সরকারি আদেশের মাধ্যমে তাকে নিয়োগ দান করেন।

মিসরের রাষ্ট্রীয় গণমাধ্যম আল আহরাম জানিয়েছে, ডক্টর মুহাম্মাদ আবদুর রহমান দাউইনি আগামী এক বছরের জন্য আল আজহারের তত্ত্বাবধায়ক নিযুক্ত হয়েছেন। এই এক বছরে পদমর্যাদা, বেতন-ভাতা ও পেনশনের ক্ষেত্রে একজন পূর্ণ মন্ত্রীর সুবিধা পাবেন তিনি।

মুহাম্মাদ দাউইনি খ্যাত নতুন এই তত্ত্বাবধায়ক ১৯৬০ সালের ২৯ মার্চ মিসরের পশ্চিমাঞ্চলীয় একটি জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯০ সালে আল আজহার থেকে ইসলামী শরিয়াহ ও আইন বিভাগে উচ্চতর ডিগ্রী অর্জন করেন। তিনি স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন ২৯৯৫ সালে, ইমাম বাগাবী রহ. রচিত তাহজীবুল কামাল গ্রন্থের বিবাহ অধ্যায়ের সমকালীন ইসলামী আইনের উপর ও ১৯৯৮ সালে ইসলামী সমকালীন আইনশাস্ত্রে ডক্টরেট ডিগ্রী অর্জন করেন।

ডক্টর মুহাম্মাদ আবদুর রহমান দাউইনি এর আগে ওমানের সুলতান কাবুস ইউনিভার্সিটি, কায়রো ইউনিভার্সিটি ও আল আজহারে অধ্যপনার সঙ্গে যুক্ত ছিলেন।

সূত্র: আল আহরাম ও সিএনএন আরবি

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ