শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


বায়তুল মোকাররমে সমমনা ইসলামী দলের বিক্ষোভ আগামীকাল বাদ আসর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশী হেফাজতে মানুষ হত্যা, দ্রব্যমূল্যের উর্ধগতি, সীমান্তে হত্যার প্রতিবাদ ও জিনা-ব্যভিচার-ধর্ষণ প্রতিরোধে সমমনা দল সমুহের ৬ দফা দাবী বাস্তবায়নের লক্ষে সমমনা ইসলামী দলের বিক্ষোভ সমাবেশ আগামী কাল বৃহস্পতিবার বাদ জোহরের পরিবর্তে বাদ আসর বায়তুল মোকাররমের উত্তর গেইটে অনুষ্ঠিত হবে। নতুন এ পরিবর্তিত সময় আজ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে নিশ্চিত করেছে দলের হাইকমান্ড।

আজ বুধবার (২১ অক্টোবর) বিকাল ৫টায় সমমনা ইসলামী দল সমুহের এক বৈঠক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কার্যালয়ে জমিয়ত মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এত এ সিদ্ধান্ত নেয়া হয়।

এতে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি আল্লামা আব্দুর রব ইউসূফী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, ইসলামী ঐক্য আন্দোলনের আমীর মাওলানা ড. মো. ঈশা সাহেদী, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, বাংলাদেশ ফরায়েজি আন্দোলনের মহাসচিব মাওলানা আব্দুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজি, মুসলিম লীগের সাংগঠনিক সম্পাদক খান আসাদ, বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের মুফতি রুহুল আমীন, ইসলামী ঐক্য আন্দোলনের মাওলানা আবু বকর ছিদ্দিক, ফরায়েজী আন্দোলনে মাওলানা হানজালা প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ