শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


রায়হান হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সিলেট জমিয়তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আধ্যাত্মিক রাজধানী হিসেবে পরিচিত হযরত শাহজালাল রহ. পবিত্র ভূমিতে আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে নিয়োজিত পুলিশী হেফাজতে সিলেট নগরীর আখিলায়া এলাকার বাসিন্দা, এক ডাক্তারের সহকারীকে ছিনতাইকারী সাজিয়ে পুলিশ ফাঁড়িতে এনে টাকা দাবী করে তাকে নির্মমভাবে প্রহার করে মৃত্যুর কোলে ঠেলে দেয়। এটা সিলেটের জন্য দুঃখজনক নয় কলংকজনক অধ্যায়। এভাবে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে মানুষ গুম-খুন সভ্য সমাজে মেনে নেয়া যায় না।

আজ সোমবার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর ও জেলা নেতৃবৃন্দ এক বিবৃতিতে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান এর হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

নেতৃবৃন্দ বলেন, শাহজালাল রহ:’র শান্তিপূর্ণ পুণ্যভ‚মিকে অশান্ত করার জন্য একের পর এক দুর্ঘটনা ঘটিয়ে দেয়া হচ্ছে প্রশাসনের ছত্রছায়ায়। এই সমস্ত কর্মকান্ড বন্ধ না হলে যে কোন পরিস্থিতির জন্য সরকারকে এর দায়ভার বহন করতে হবে।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সিনিয়র সহ সভাপতি প্রিন্সিপাল মাহমুদুল হাসান, সহ সভাপতি যথাক্রমে মাওলানা হাফিজ খলিলুর রহমান, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা প্রিন্সিপাল ড. সৈয়দ রেদওয়ান আহমদ, মাওলানা আলতাফুর রহমান, মাওলানা ইকরামুল আজিজ, মাওলানা মাশুক আহমদ সালামী, মাওলানা আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক সরকার, মাওলানা খায়রুজ্জামান, মাওলানা হাসান আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফায়েল আহমদ উসমানী, সহ সাংগঠনিক সম্পাদক মাহদী হাসান, প্রচার সম্পাদক এম. বেলাল আহমদ চৌধুরী, সমাজ সেবা সম্পাদক হাফিজ শিব্বির আহমদ রাজী, যুব বিষয়ক সম্পাদক মুফতী জাকারিয়া মাহমুদ, ছাত্র বিষয়ক সম্পাদক ফেরদৌস রুম্মান, জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি শায়খুল হাদিস মাওলানা আব্দুল মুতিন ধনপুরী, সিনিয়র সহ-সভাপতি কাজী আব্দুস সালাম রশিদী, সহ সভাপতি মাওলানা আব্দুল মালিক মুবারকপুরী, মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী, সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক বিশ^নাথী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলনা আব্দুস সালাম, আব্দুস সোবহান বিশ^নাথী, মাওলানা ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোতাহির আলী, প্রচার সম্পাদক মাওলানা রফিক আহমদ মহল্লী, সহ প্রচার সম্পাদক মাওলানা হেলাল আহমদ, যুব বিষয়ক সম্পাদক কয়েছ আহমদ, ছাত্রনেতা জাফর ইকবাল, মিন সালমান, খালেদ আহমদ, হাফিজ আশরাফ, বদরুল আলম প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর