শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


সন্ত্রাসীদের গুলিতে শহিদ হয়েছেন পাকিস্তান জামিয়া ফারুকিয়ার মুহতামিম মাওলানা ডক্টর আদিল খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

পাকিস্তান জামিয়া ফারুকিয়া করাচির প্রতিষ্ঠাতা শাইখুল হাদিস আল্লামা সলিমুল্লাহ খান রহ. এর ছেলে বর্তমান মুহতামিম মাওলানা ডক্টর আদিল খান সন্ত্রাসীদের গুলিতে শহিদ হয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন।

আজ শনিবার পাকিস্তানের জামিয়া দারুলউলুম করাচিতে মাগরিবের নামাজ আদায় করে একটি দীনি মজলিসে উপস্থিত ছিলেন। মজলিস শেষে মাদরাসার ফেরার সময় শাহ ফয়সাল কলোনীতে মোটরসাইকেল অজ্ঞাতপরিচয় অস্ত্রধারীরা গাড়িতে গুলি চালায়। এতে গাড়ির ড্রাভার ও তিনি শাহাদাত বরণ করেন। তবে তার ছেলের নিহত হওয়ার বিষয়ে পাকিস্তানের কোনো পত্রিকা থেকে সংবাদ পাওয়া যায়নি।

জানা যায়, জামিয়া দারুলউলুম করাচির আজকের মজলিসে উপস্থিত ছিলেন, মুফতি মুহাম্মদ রফি উসমানি ও সাবেক বিচারপতি মুফতি মুহাম্মদ তাকি উসমানি হাফি.।

মাওলানা ডক্টর আদিল খান রহ. এর পিতা শাইখুল হাদিস আল্লামা সলিমুল্লাহ খান রহ.কেও একই ভাবে শহিদ করা হয়েছিলো।

হাসপাতাল সূত্র জানিয়েছে, দুটি গুলি মাওলানা আদিলকে আঘাত করে, একটি ঘাড়ে, অপরটি শরীরে। এ ঘটনায় সিন্ধু মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ হত্যার সাথে জড়িত সন্দেহভাজনদের অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশনা দিয়েছেন। সূত্র: সামা নিউজ, ডেইলি পাকিস্তান, পাকিস্তান টুডে

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ