শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় ১২ জেলে উদ্ধার, নিখোঁজ ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গোপসাগরের সোনাদিয়া উপকূলে ফিশিং ট্রলার ডুবির ঘটনায় ১২ মাঝিমাল্লাকে উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ। এ ঘটনায় এখনো তিনজন নিখোঁজ রয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে। পরে রাত ৯টায় কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক ও লাবণী পয়েন্ট থেকে ১২ মাঝিমাল্লাকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত জেলেদের মধ্যে কয়েক জনের নাম পাওয়া গেছে। তারা হলেন- চকরিয়া উপজেলার মালুমঘাট ডুমখালীর আব্দুল নোমান (২১), একই এলাকার সাইফুল ইমলাম (২২), কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়ার মৃত বশির আহমদের ছেলে নুরুল ইসলাম, চকরিয়ার শাহাব উদ্দিনের ছেলে নুর আলম ও মহেশখালীর ছৈয়দুল্লাহর ছেলে নাছির।

জীবিত উদ্ধার হওয়া জেলে সাইফুল ইসলাম জানান, রোববার সকালে এফবি মনোয়ারা নামের একটি ফিশিং ট্রলার কক্সবাজার শহরের নাজিরারটেক পয়েন্ট হয়ে সাগরে মাছ ধরতে যায়। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে সন্ধ্যায় সোনাদিয়া উপকূলে ফিশিং ট্রলারটি হঠাৎ ডুবে যায়। এসময় সাঁতার কেটে ও ভেসে সৈকতের নাজিরারটেক পয়েন্টে আসি।

এসময় ট্যুরিস্ট পুলিশের সহায়তায় ১২ জন মাঝিমাল্লা কূলে ওঠতে পারলেও ৩ জন নিখোঁজ রয়েছে বলে জানান উদ্ধারকৃত জেলে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার জিল্লুর রহমান জানান, নিখোঁজ মাঝিমাল্লাদের উদ্ধার তৎপরতা চলছে। জীবিত উদ্ধার জেলেরা সুস্থ রয়েছেন বলেও জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ