শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


শাইখুল ইসলামের কবরে যিয়ারতকারীদের ভিড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার বাইতুল আতীক মসজিদ সংলগ্ন কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আছেন দেশের শীর্ষ আলেম আল্লামা শাহ আহমদ শফী রহ.। এখনো সেখানে শত শত মানুষ কবর যিয়ারত করতে আসছেন।

এদিকে আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের অধীনে দাওরায়ে হাদিস (তাকমীল) পরীক্ষা শুরু হয়েছে আজ থেকে। যদিও সংস্থাটির চেয়ারম্যান ও হেফাজতের আমীর আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে রোববার পরীক্ষা শুরু হবে কিনা তা নিয়ে পরীক্ষার্থীদের সংশয় ছিল। তবে শনিবার হাইআতুল উলয়ার পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মাদ ইসমাইল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্ব উল্লেখিত সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এরই ধারাবাহিকতায় সারা দেশের মতো হাটহাজারী মাদ্রাসার প্রায় ১৪শ' শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এসব পরীক্ষার্থী মাদ্রাসার শিক্ষা ভবনের হল রুমে বসে পরীক্ষায় অংশ নেয়।

পরীক্ষা শুরুর আগে শিক্ষক ও পরীক্ষার্থীরা সদ্যপ্রয়াত মাদ্রাসাটির সাবেক মহাপরিচালক আল্লামা আহমদ শফীর রুহের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।

এর আগে নতুন দায়িত্বপ্রাপ্ত মাদ্রাসার শিক্ষা পরিচালক ও প্রধান শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী উপস্থিত থেকে পরীক্ষার্থীদের প্রবেশপত্র সুষ্ঠুভাবে বিতরণ করেন বলেও জানা যায়।

এর আগে শনিবার ঐতিহাসিক জনস্রোতের মাধ্যমে জানাজা সম্পন্ন হয়েছে বীর সিপাহসালার হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফীর। হাটহাজারীর মাদরাসা মাঠে আল্লামা শাহ আহমদ শফীর বড় ছেলে মাওলানা আবু ইউসুফ এর ইমামতিতে বিকাল ২ টায় ঐতিহাসিক এ জানাজা সম্পন্ন হয়।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ