শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
শিক্ষক ও বাবুর্চি নিয়োগ দেবে রাজধানীর আল্লামা শামসুল হক রহ.মাদরাসা উপজেলা নির্বাচনে যাচ্ছে কি ইসলামি দলগুলো? পাঠ্যপুস্তকের ওপর নির্ভরশীল হয়ে স্মার্ট জেনারেশন সৃষ্টি সম্ভব নয়: শিক্ষামন্ত্রী বিচ্ছিন্নভাবে দে‌শের স্বার্থ অর্জন করার সুযোগ নেই : সেনা প্রধান স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাশ করব : স্বাস্থ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে পড়ে ট্রাফিক কনস্টেবল আহত আ.লীগের মন্ত্রী-এমপির আত্মীয়দের উপজেলা নির্বাচনে নিষেধাজ্ঞা; অমান্য করলে ব্যবস্থা ফকিহুল মিল্লাত রহ. এর পরামর্শ -‘ফারেগিন কার সঙ্গে পরামর্শ করবে’ ঢাকায় চালু হলো চীনা ভিসা সেন্টার ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়া নিয়ে ভোট শুক্রবার

ইরানের ওপর জাতিসংঘ অবরোধ জোরদারে কঠোর হুমকি যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের ওপর জাতিসংঘ অবরোধ জোরালোভাবে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার দেশটি একতরফা এ ঘোষণা দিয়ে বলেছে, অবরোধের নীতি কেউ ভঙ্গ করলে তাকে শাস্তি দেয়া হবে। এদিকে এ ধরণের ঘোষণায় যুক্তরাষ্ট্রের একা হয়ে পড়ার আশংকা তৈরি হলেও আন্তর্জাতিক উদ্বেগ এতে বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও এক বিবৃতিতে বলেন, ইরানের ওপর জাতিসংঘ আরোপিত পূর্বের সকল নিষেধাজ্ঞা কার্যত ফিরিয়ে আনাকে স্বাগত জানাচ্ছে যুক্তরাষ্ট্র।

তার বক্তব্য অনুযায়ী, এ ঘোষণা রোববার গ্রিনিচ মান সময় ০০০০টা থেকে কার্যকর হচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার জাতিসংঘের যেকোন সদস্য রাষ্ট্র এ নীতি ভঙ্গ করলে তাকে শাস্তি দেয়ারও অঙ্গীকার করেছে। আর এ শাস্তির ধরণ যথেষ্ট রকম ভয়াবহ। কারণ ওই রাষ্ট্রকে আর মার্কিন আর্থিক পদ্ধতি কিংবা মার্কেটে প্রবেশ করতে দেয়া হবে না।

পররাষ্ট্র মন্ত্রী আরো জানান, নীতি ভঙ্গকারীদের জন্যে কি কি পদক্ষেপ নেয়া যাবে তা আগামী কয়েকদিনে ঘোষণা দেয়া হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র ৪৫ দিন বাকী। এ অবস্থায় মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ট্রাম্প সম্ভবত এ বিষয়ে ঘোষণা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ইরানের ওপর সকল অবরোধ ফিরিয়ে আনার এ পদক্ষেপ কার্যত: যুক্তরাষ্ট্রকে একা করে দিচ্ছে । কারণ চীন, রাশিয়াসহ ইউরোপের মিত্রদেশগুলোও এ পদক্ষেপের বিরোধিতা করছে।

শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে দেয়া এক যৌথ চিঠিতে ফ্রান্স, ব্রিটেন ও জার্মানী বলেছে, পুনরায় অবরোধ আরোপের যে কোন সিদ্ধান্ত আইনের কার্যকারিতাকে অক্ষম করে দেবে।

উল্লেখ্য, পরমাণু অস্ত্র তৈরির চেষ্টার জন্যে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা এক আন্তর্জাতিক চুক্তির আওতায় ২০১৫ সালে প্রত্যাহার করা হয়। কিন্তু সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে করা ওই চুক্তিকে যথেষ্ট নয় উল্লেখ করে ট্রাম্প ২০১৮ সালে এ চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নেয়। এমনকি ওয়াশিংটনের দ্বিপাক্ষিক অবরোধগুলো জোরদার করে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ