শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


হাটহাজারীর সংকট নিরসনে সকলের প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান ইশা ছাত্র আন্দোলনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাটহাজারীর সংকট নিরসনে সকলের প্রতি দায়িত্বশীল আচরণের আহবান জানিয়েছে ইশা ছাত্র আন্দোলন বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় হাটহাজারীর চলমান সংকট নিয়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আমেলার জরুরি বৈঠকে সভাপতির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলাম এ আহবান জানান।

তিনি বলেন, শিক্ষার্থীদের এ আন্দোলন বহুদিনের চেপে রাখা ক্ষোভের বহিঃপ্রকাশ। এমতাবস্থায় কওমি ধারার ইতিহাস-ঐতিহ্য রক্ষার্থে শিক্ষক, শিক্ষার্থী সহ সকলের উচিৎ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা। উদ্ভুত পরিস্থিতিতে প্রশাসনের অনৈতিক হস্তক্ষেপ কোনভাবেই কাম্য নয়।

জরুরি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের দাবীসমূহ- ১. হাটহাজারী মাদরাসায় চলমান সংকট নিরসনে সকলেই দায়িত্বশীল আচরণ করুন। ২. সংকট সমাধানে শুরা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ৩. প্রশাসনকে অনৈতিক হস্তক্ষেপ থেকে বিরত থাকতে হবে। ৪. এ ঘটনাকে কেন্দ্র করে মাদরাসার শিক্ষার্থীদের কোন ধরনের হয়রানি করা যাবেনা। ৫. যেসকল শিক্ষার্থীদের পরিকল্পিতভাবে ইতিপূর্বে ভর্তি নেয়া হয়নি, তাদের ভর্তি নিতে হবে।

-এটি


সম্পর্কিত খবর