বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


নুরিয়া মাদরাসায় আলেমদের জরুরি বৈঠক শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার কামরাঙ্গীরচর জামিয়া নুরিয়া মাদরাসায় আগামীকাল শনিবার সকালে আলেমদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। মাওলানা আতাউল্লাহ হাফেজ্জির আহ্বানে এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।

বৈঠকের শিরোনাম ইসলাহি মজলিস থাকলেও আলোচনা হবে সমকালীন বেশ কয়টি বিষয়ে। নুরিয়া মাদরাসা সূত্র জানিয়েছে, দেওবন্দের চিন্তা দর্শন, আহমদিয়া মুসলিম জামাত বা কাদিয়ানী ইস্যুতে আলোচনা হবে। এছাড়াও বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুসসহ অনিয়মে অভিযুক্তদের বিষয়ে আলোচনা হতে পারে।

ঢাকা ও ঢাকার পাশ্ববর্তী এলাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, বিভিন্ন এলাকার দায়িত্বশীল আলেমদের আমন্ত্রণ করা হয়েছে। প্রায় ৭ শত গুরুত্বপূর্ণ আলেম উপস্থিত হবেন বলে ধারণা করা হচ্ছে।

বিশেষ করে বারিধারা মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস, বেফাকের সহসভাপতি আল্লামা নুর হোসাইন কাসেমী, জামিয়া রাহমানিয়ার মুহতামিম বেফাকের সহকারী মহাসচিব মাওলানা মাহফুজুল হক, জামিয়া রাহমানিয়ার শায়খুল হাদিস মাওলানা মামুনুল হক, মাওলানা আবদুল আউয়াল, মাওলানা আবদুর রহমান হাফেজ্জী, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরীসহ প্রতিনিধিত্বশীল আলেমরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ