বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


নারায়ণগঞ্জে ট্রাজেডি: কাতার আমিরের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি। সেই সঙ্গে মর্মান্তিক এই ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

কাতার নিউজ এজেন্সি জানায়, ঘটনার পর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আলাদা আলাদাভাবে শোকবার্তা পাঠান।

গত শুক্রবার রাত পৌনে ৯টার দিকে এশার নামাজের পর ফতুল্লায় পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে ভেতরে হঠাৎ করেই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নামাজ পড়তে আসা অন্তত ৪০ জন মুসল্লি দগ্ধ হন। পরে গুরুতর আহত ৩৭ জনকে রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এর মধ্যে ইমাম ও মুয়াজ্জিনসহ এখন পর্যন্ত মারা গেছেন ২৭ জন এবং মুহা. মামুন (৩০) নামে একজন হাসপাতাল ছেড়েছেন। বাকিরা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ