বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ।। ৫ বৈশাখ ১৪৩১ ।। ৯ শাওয়াল ১৪৪৫


নেত্রকোনায় ট্রলার ডুবিতে নিহতদের পরিবারের পাশে চরমোনাই পীর, আড়াই লক্ষ টাকার সহায়তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন(বাপ্পি) ও উবায়দুল্লাহ সাআদ
ময়মনসিংহ থেকে>

নেত্রকোনার মদন উপজেলায় ট্রলার ডুবির ঘটনায় নিহতদের পরিবারের মাঝে আড়াই লক্ষ টাকার সহায়তা প্রদান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ (২৬আগস্ট) বুধবার দুপুরে,ইসলামী আন্দোলনের বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মো.ফয়জুল করীমের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটি ও ময়মনসিংহ জেলা কমিটির একটি প্রতিনিধি দল ময়মনসিংহ সদরের চরসিরতা ইউনিয়নের কোনাপাড়ায় পৌছে,পরে জোহরের নামাজের পর ইসলামী আন্দোলন ময়মনসিংহ জেলার সকল সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিলে যোগদান করেন এই সিনিয়র নায়েবে আমীর। দোয়া শেষে,নিহতদের পরিবারের মাঝে আড়াই লক্ষ টাকার আনুদান প্রদান করা হয়।

বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এইচ এম হুজাইফা।

এসময় আরো উপস্থিত ছিলেন,ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব গাজী আতাউর রহমান,কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী,যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নেসার উদ্দিন,বাংলাদেশ মুজাহিদ কমিটির ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মাওলানা মুস্তাফিজুর রহমান,সাধারণ সম্পাদক মির্জা আবু সাইদ,ইসলামী আন্দোলন ময়মনসিংহ জেলা ও মহানগরের সভাপতি মুফতি ইয়াকুব সাইদ,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,জেলা উত্তরের সভাপতি মুফতি গোলাম মাওলা ভুইঞা,সম্পাদক মাওলানা জাকির হোসেন,জেলা দক্ষিণের সভাপতি মাওলানা মামুনুর রশিদ,সম্পাদক মাওলানা মাসউদুর রহমান,ইসলামী যুব আন্দোলন ময়মনসিংহ মহানগরের সভাপতি মাওলানা সাইফুল্লাহ্ মানসুর,সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম মন্ডল,যুব আন্দোলন জেলা উত্তরের সভাপতি খালেদ সাইফুল্লাহ্, জেলা দক্ষিণের সভাপতি ডা.ইলিয়াস আমীনী,সাধারণ সম্পাদক ডা.মাহফুজুর রহমান,ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এইচ এম হুজাইফা,সাধারণ সম্পাদক শহিদুল্লাহ্ আল মাসুম সহ জেলা শ্রমিক আন্দোলনের নেতৃবৃন্দগণ।

উল্লেখ্য,গত ৫আগস্ট দুপুরে মদন উপজেলার উচিৎপুর সংলগ্ন গোবিন্দশ্রী এলাকায় ৪৮জন পর্যটক নিয়ে একটি নৌকা ডুবে যায়। এতে ৩০ জন সাঁতরে তীরে উঠতে পারলেও অন্যরা উঠতে পারেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা ১৮ জনের মরদেহ উদ্ধার করে,নিহতদের অধিকাংশই ময়মনসিংহ সদরের চর সিরতা ইউনিয়নের মাদ্রাসার ছাত্র ও শিক্ষক।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ