শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


তাকমীল জামাতের পরীক্ষা বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: হাইআতুল উলইয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তাকমীল জামাতের পরীক্ষা বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি ‘আল-হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬টায় হাইআতুল উলইয়ার ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

‘দাওরায়ে হাদীসের কেন্দ্রীয় পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৭ সেপ্টেম্বর’। সম্প্রতি ফেসবুকে এমন একটি গুজব ছড়িয়ে পরার পর আল-হাইআতুল উলইয়া এ তথ্য জানায়।

হাইআতুল উলইয়ার ভেরিফাইড ফেসবুক পেজে এক সতর্কতামুলক স্টাটাসে বলা হয়েছে, ‘আল-হাইআতুল উলইয়া থেকে ১৪৪১ হিজরীর দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার কোনো তা‌রিখ এখনও নির্ধারণ হয়‌নি। এক‌টি মহল হাইআতুল উলইয়ার প্যাড স্ক্যান করে ৭সেপ্টেম্বর থেকে পরীক্ষার তা‌রিখ নির্ধারণ করা হয়েছে মর্মে গুজব ছড়াচ্ছে।’

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ