বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


চীন, রাশিয়া ও ইরান নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে: যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের শীর্ষ একটি গোয়েন্দা সংস্থার প্রধান সতর্ক করে দিয়ে বলেছেন বেশ কয়েকটি দেশ আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে। এসব দেশের মধ্যে চীন, রাশিয়া ও ইরান রয়েছে বলে দাবি করেছেন ন্যাশনাল কাউন্টারইনটেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি সেন্টারের (এনসিএসসি) পরিচালক উইলিয়াম এভানিনা।

শুক্রবার এক বিবৃতিতে বলেন, এসব দেশ ‘প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাবের মাধ্যমে পছন্দের প্রার্থীকে জেতাতে চাইছে। তিনি বলেন, চীন চায়না ডোনাল্ড ট্রাম্প পুনরায় নির্বাচিত হোক আর রাশিয়া ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে হারাতে চায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প শিবিরকে সাহায্য করতে রাশিয়ার হস্তক্ষেপ করে বলে আগেও যুক্তরাষ্ট্রে অভিযোগ উঠেছে। বিভিন্ন তদন্তে এর পক্ষে জোরালো কোনও প্রমাণ পাওয়া যায়নি। তারপরও শুক্রবার নতুন করে সেই অভিযোগ তোলেন উইলিয়াম এভানিনা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ