শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
শিক্ষক ও বাবুর্চি নিয়োগ দেবে রাজধানীর আল্লামা শামসুল হক রহ.মাদরাসা উপজেলা নির্বাচনে যাচ্ছে কি ইসলামি দলগুলো? পাঠ্যপুস্তকের ওপর নির্ভরশীল হয়ে স্মার্ট জেনারেশন সৃষ্টি সম্ভব নয়: শিক্ষামন্ত্রী বিচ্ছিন্নভাবে দে‌শের স্বার্থ অর্জন করার সুযোগ নেই : সেনা প্রধান স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাশ করব : স্বাস্থ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে পড়ে ট্রাফিক কনস্টেবল আহত আ.লীগের মন্ত্রী-এমপির আত্মীয়দের উপজেলা নির্বাচনে নিষেধাজ্ঞা; অমান্য করলে ব্যবস্থা ফকিহুল মিল্লাত রহ. এর পরামর্শ -‘ফারেগিন কার সঙ্গে পরামর্শ করবে’ ঢাকায় চালু হলো চীনা ভিসা সেন্টার ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়া নিয়ে ভোট শুক্রবার

রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে তুলসী পাতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা পরিস্থিতিতে চিকৎসকরা সবসময়ই পরামর্শ দিয়ে যাচ্ছেন রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোর। তুলসী পাতার মধ্যে রয়েছে সেই গুণ। ব্যতিক্রমীভাবে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল, জীবাণুনাশক হিসেবে কাজ করে তুলসী।

প্যাথোজেন বা ক্ষতিকারক জীবাণু ধ্বংস করতে এই পাতার জুড়ি নেই। তাই প্রতিদিন এই পাতা যদি কাঁচা চিবিয়ে খাওয়া যায় কিংবা অন্যভাবে, এর থেকে ভালো কিছু হতে পারে না।

আয়ুর্বেদ চিকিৎসকদের মতে, রোজ তুলসী পাতা কাঁচা চিবিয়ে খেলে সবচেয়ে ভালো। গরম পানিতে তুলসী পাতা দিয়ে সেই পানি নিয়মিত পান করলে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে। কণ্ঠস্বর ঠিক রাখতে অপ্রতিরোধ্য তুলসী। মধুর সঙ্গেও রোজ চার থেকে পাঁচটি কাঁচা তুলসী পাতা খেলে তা উপকার দেবে।

রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে তুলসী- ফাই্টোকেমিক্যালস, বায়োফ্ল্যাভিনয়েড এবং অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে এতে।

এতে রয়েছে রোজমারিনিক অ্যাসিড। এটি শ্বাসনালীর ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও সেই সংক্রান্ত সংক্রমণ দূর করতে সাহায্য করে।

সর্দি-কাশি না হলেও রোজ কাঁচা তুলসী পাতা ৪-৫টি চিবিয়ে খেলে গলা ভালো থাকে। কণ্ঠস্বর হয় মোলায়েম। রোজ চায়ের মধ্যে তুলসী পাতা ব্যবহার করে তুলসী টি খাওয়া যেতে পারে।

মাথা যন্ত্রণা কিংবা কণ্ঠস্বর ভেঙে যাওয়ার সমস্যায় আর্য়ুবেদ চিকিৎসকরা তুলসী পাতা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন অনেক সময়ই।

তবে তুরসীপাতা অধিক পরিমাণ সেবনে গুরুপাক বা হজম সমস্যা হতে পারে। মাথা ব্যথার আশঙ্কাও আছে। সেবন পরিমাণ : তাজা পাতা ৩/৪ গ্রাম। শুষ্ক পাতা ০.৫ গ্রাম বা ১. ৫ গ্রাম।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ