বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


কক্সবাজারের প্রবীণ আলিম মাওলানা আবুল হাসান চিরনিদ্রায় শায়িত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

কক্সবাজার জেলাধীন রামু জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা আবুল হাসান (৭৫) এর জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হয়েছেন।

আজ (৫ জুলাই) রবিবার বেলা ৪ ঘটিকায় উপজেলার পি.এম.খালী ইউনিয়নের ধাউনখালী পূর্বপাড়া জামে মসজিদ ময়দানে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ সহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আজ (৫ জুলাই) রবিবার সকাল ৮.৩০ মিনিটে নিজস্ব বাসভবনে পরলোক গমন করেন।

ব্যক্তিজীবনে তিনি উপজেলার রামু জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদরাসার পরিচালক, জেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের সভাপতি ও জামিয়া আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারীর মজলিশে শুরার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর বিশিষ্ট খলীফা। তিনি স্ত্রী, ৫ ছেলে, ৩ মেয়ে রেখে গেছেন।

জানাযার নামাজে ইমামতি করেন, জোয়ারিয়ানালা মাদ্রাসার প্রবীণ মুহাদ্দিস মাওলানা আব্দুল্লাহ তাজ। জানাজার পূর্বে বক্ত্যব্য রাখেন, জোয়ারিয়ানালা মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা হাফেজ আব্দুল হক, ধাউনখালী মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ মুসলিম, আল্লামা শাহ আমদ শফী সাহেবের ছেলে মাওলানা আনাস মাদানী, জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, জোয়ারিয়ানালা মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা হাফেজ কামাল আহমদ, মরহুমের ছেলে মাওলানা এমদাদুল্লাহ।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ