শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেয়া হবে সাহারা খাতুনকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড নেয়া হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনকে। সেখানকার বামরুনগ্রাদ হাসপাতালে তাকে ভর্তি করা হবে। বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন সাহারা খাতুন।

সাহারা খাতুনের ভাগিনা মজিবর রহমান আজ শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে উনার চিকিৎসার জন্য নেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে। সোমবার নেয়ার জন্য সেখান থেকে অনুমতি দেয়া হয়েছে। ওই দিন রাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ড নেয়া হবে৷

মজিবর রহমান জানান, উনি এখনো আইসিইউতেই আছেন। মাঝে মধ্যে তাকালেও কথা বলতে পারেন না ৷

জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতা নিয়ে গত ২ জুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন সাহারা খাতুন। অবস্থার অবনতি হলে গত ১৯ জুন তাকে আইসিইউতে নেয়া হয়। শারীরিক অবস্থার একটু উন্নতি হলে পরে তাকে কেবিনে নেয়া হয়। কিন্তু অবস্থার আবারো অবনতি হলে গত ২৬ জুন আইসিইউতে নেয়া হয়। বর্তমানে সেখানেই রয়েছেন৷

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ