শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
শিক্ষক ও বাবুর্চি নিয়োগ দেবে রাজধানীর আল্লামা শামসুল হক রহ.মাদরাসা উপজেলা নির্বাচনে যাচ্ছে কি ইসলামি দলগুলো? পাঠ্যপুস্তকের ওপর নির্ভরশীল হয়ে স্মার্ট জেনারেশন সৃষ্টি সম্ভব নয়: শিক্ষামন্ত্রী বিচ্ছিন্নভাবে দে‌শের স্বার্থ অর্জন করার সুযোগ নেই : সেনা প্রধান স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাশ করব : স্বাস্থ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে পড়ে ট্রাফিক কনস্টেবল আহত আ.লীগের মন্ত্রী-এমপির আত্মীয়দের উপজেলা নির্বাচনে নিষেধাজ্ঞা; অমান্য করলে ব্যবস্থা ফকিহুল মিল্লাত রহ. এর পরামর্শ -‘ফারেগিন কার সঙ্গে পরামর্শ করবে’ ঢাকায় চালু হলো চীনা ভিসা সেন্টার ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়া নিয়ে ভোট শুক্রবার

‘করোনা থেকে মুক্তি পেতে বেশি বেশি তাওবা-ইসতেগফার করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে দলের সাবেক সিনিয়র নায়েবে আমির, আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন আল্লামা যোবায়ের আহমদ আনসারী রহ. এর রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে মোহাম্মদপুর জামিআ রাহমানিয়া মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে দলের নায়েবে আমির মাওলানা খুরশিদ আলম কাসেমী বলেন, আল্লামা যোবায়ের আহমদ রহ. ছিলেন একজন মুখলিস দ্বীনের দ্বায়ী এবং খেলাফত প্রতিষ্ঠা আন্দোলনের সাহসী ও আপসহীন সৈনিক। ইসলাম প্রচারে খালেস ভাবে আমাদের কাজ করে যেতে হবে।

দলের মহাসচিব মাওলানা মাহফুজুল বলেন, করোনা ভাইরাসের কারণে বিশ্ব আজ প্রায় অচল ও দ্বীনের মারকাজগুলো বন্ধ। তাই বেশি বেশি তাওবা ইসতেগফার ও কান্নাকাটি করে করোনা ভাইরাস থেকে মুক্তি চাইতে হবে এবং দ্বীনের মারকাজগুলো যাতে দ্রুত সময়ের মধ্যে খোলার ব্যবস্থা হয় সে জন্য আল্লাহর দরবারে দুআ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

সভায় আনসারী রহ. এর রুহের মাগফিরাত কামনা, করোনা ভাইরাস থেকে মুক্তি ও বন্ধ থাকা দ্বীনের মারকাজগুলো চালুর জন্য আল্লাহ তাআলার দরবারে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন- দলের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী কাসেমী, মুফতি শরাফত হোসাইন, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলনা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া।

সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুহাম্মদ ফয়সাল, মহানগর সভাপতি মাওলানা রুহুল আমীন খান, সহ-সভাপতি মুফতি নূর মোহাম্মদ আজিজী, মাওলানা হাবীবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ছানাউল্লাহ, মাওলানা আতিক উল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ নাটোরী প্রমূখ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ