শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে ৭৩ শতাংশ পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলের অবরোধের মুখে পড়ে পৃথিবীর সবচেয়ে বড় উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা। দখলদারিত্বের অবসান ও নিজ ভূমিতে ফেরার দাবিতে অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায়ই বিক্ষোভ করতে দেখা যায় সাধারণ ফিলিস্তিনিদের।

নিরস্ত্র ফিলিস্তিনিদের এ বিক্ষোভ দমাতে ইসরায়েলি বাহিনী গুলি ছোড়ে। এতে প্রতিনিয়তই প্রাণ হারাচ্ছেন ফিলিস্তিনের বাসিন্দারা। তবে এবার ভয়াবহ আকার ধারণ করতে যাচ্ছে গাজার খাদ্য সমস্যা। বলা হচ্ছে, অঞ্চলটির ৭৩ শতাংশ পরিবার খাদ্যের নিরাপত্তাহীনতায় ভুগছে।

আল-মিজান সেন্টার ফর হিউম্যান রাইটস নামের এক এনজিওর বরাত দিয়ে মিডিল ইস্ট মনিটর জানিয়েছে, গাজায় ১৩ বছরের ইসরায়েলি অবরোধের কারণে কমপক্ষে ৭৩ শতাংশ পরিবার খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। খুব শিগগিরই খাবার সংকট প্রকট হতে যাচ্ছে অঞ্চলটিতে।

এক বিবৃতিতে এনজিওটির পক্ষ থেকে জানানো হয়েছে, বেসামরিক কর্মচারীদের বেতন পরিশোধে বিলম্ব এবং নগদ ও মানবিক সহায়তার সাইকলে সমস্যা হওয়ায় ৭৩ শতাংশ পরিবার খাদ্য নিরাপত্তাহীনতা ভুগছে। এই সংকট তৈরি হওয়ার পেছনে করোনা মহমারিরও প্রভাব রয়েছে।

এনজিওটি বলছে, করোনার কারণে চলমান ভয়াবহ পরিস্থিতির আলোকে বাণিজ্যিক কার্যক্রম উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর প্রভাব গিয়ে পড়েছে সাধারণ মানুষের ওপর। বর্তমানে হাজার হাজার পরিবার শোচনীয়ভাবে জীবনযাপন করছে। গাজায় পরিবারগুলোর পাওয়া খাবারের মানের ও পরিমাণ কমে গেছে।

খাবার সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার নিয়ে কাজ করা এ সংস্থাটি। সতর্ক করে দিয়ে সংস্থাটি বলছে, বর্তমান পরিস্থিতি ভয়ানক মানবিক বিপর্যয়ে পরিণত হতে পারে। দ্রুত ইসরায়েলি অবরোধের অবসান ও গাজায় সহায়তার হাত বাড়ানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ