মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ।। ৩ বৈশাখ ১৪৩১ ।। ৭ শাওয়াল ১৪৪৫


করোনায় আফ্রিকার ৯ দেশে নির্বাচন স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণে দিশেহারা গোটা বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমতাবস্থায় বিশ্বের বহু দেশে স্থগিত করা হয়েছে নির্বাচন। এবার আফ্রিকার ৯টি দেশেও সংক্রমণের ঝুঁকির কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে।

সম্প্রতি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (আইএফইসি) জানায়, মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের ঝুঁকির কারণে বিশ্বের প্রায় ৬০টি দেশে অনুষ্ঠিত হতে যাওয়া বিভিন্ন পর্যায়ের নির্বাচন স্থগিত করা হয়েছে। এর মধ্যে আফ্রিকার দেশ রয়েছে ৯টি।

সেগুলো হলো- জিম্বাবুয়ে, জাম্বিয়া, উগান্ডা, তিউনিশিয়া, কেনিয়া, ঘানা, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া ও লিবিয়া।

ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসের কারণে আফ্রিকার দেশগুলোতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন স্থগিত করা হয়েছে। এতে অনেকটাই অনিশ্চয়তার মধ্যে পড়েছেন সেসব দেশের কর্মকর্তা ও কর্তৃপক্ষসমূহ। কবে নাগাদ পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে তা এখনো নির্ধারণ করা হয়নি।

প্রতিবেদনে আরো বলা হয়, নির্বাচন স্থগিতের ফলে সৃষ্টি হওয়া অনিশ্চয়তাকে কাজে লাগিয়ে অনেক দেশের নেতারা তাদের জনগণের মাঝে ভয়-ভীতি ছড়াচ্ছেন। যাতে নির্বাচন অনুষ্ঠিত হলে সহজেই ক্ষমতায় বসতে পারেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ