শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৫ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
শিক্ষক ও বাবুর্চি নিয়োগ দেবে রাজধানীর আল্লামা শামসুল হক রহ.মাদরাসা উপজেলা নির্বাচনে যাচ্ছে কি ইসলামি দলগুলো? পাঠ্যপুস্তকের ওপর নির্ভরশীল হয়ে স্মার্ট জেনারেশন সৃষ্টি সম্ভব নয়: শিক্ষামন্ত্রী বিচ্ছিন্নভাবে দে‌শের স্বার্থ অর্জন করার সুযোগ নেই : সেনা প্রধান স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাশ করব : স্বাস্থ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে পড়ে ট্রাফিক কনস্টেবল আহত আ.লীগের মন্ত্রী-এমপির আত্মীয়দের উপজেলা নির্বাচনে নিষেধাজ্ঞা; অমান্য করলে ব্যবস্থা ফকিহুল মিল্লাত রহ. এর পরামর্শ -‘ফারেগিন কার সঙ্গে পরামর্শ করবে’ ঢাকায় চালু হলো চীনা ভিসা সেন্টার ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়া নিয়ে ভোট শুক্রবার

খরচ ছাড়া রাজধানীতে আম পৌঁছে দেবে ডাক বিভাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাস পরিস্থিতিতে এবার আম বিক্রি নিয়ে দুঃশ্চিন্তায় ছিলেন রাজশাহী অঞ্চলের চাষিরা। আর এ অবস্থায় প্রান্তিক চাষি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতি পোষাতে এগিয়ে এসেছে সরকারের ডাক বিভাগ।

আগামী দুই থেকে তিন দিনের মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ থেকে প্রতিদিন অন্তত ১৫ টন আম বিনা খরচে রাজধানীতে পৌঁছে দেবে তারা।

গাছ থেকে আম নামানোর আগ মুহূর্তে আঘাত হানে ঘূর্ণিঝড় আম্পান। এতে রাজশাহী অঞ্চলে ২০ ভাগের বেশি আম ঝরে পড়ে। এছাড়াও করোনার কারণে বাগানে পাইকার না যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন চাষি ও ব্যবসায়ীরা।

তাই ক্ষতি পোষাতে আম ঢাকায় পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছে ডাক বিভাগ। আম পাঠানোর পদ্ধতি নিয়ে জেলা প্রশাসন, ডাক বিভাগ ও কৃষি বিভাগের কর্মকর্তারা বৈঠক করেন। কৃষি বিভাগের তালিকা অনুযায়ী প্রান্তিক চাষি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আম রাজধানীর কারওয়ান বাজার ও বাদামতলীতে পাঠানোর সিদ্ধান্ত হয়।

ডাক বিভাগের উদ্যোগে আম চাষি ও ব্যবসায়ীরা সন্তোষ জানিয়েছেন। পরিবহণ খরচ বেঁচে যাওয়ায় আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে নেয়ার আশা তাদের। তবে সঠিক সময়ে এই কাঁচাপণ্য পৌঁছানো নিয়ে শঙ্কা অনেকের।

কৃষক বন্ধু ডাক সেবার আওতায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ থেকে প্রতিদিন পাঁচ টন করে আম পাঠানো হবে ঢাকায়। প্রয়োজনে তা বাড়ানো হতে পারে। করোনার প্রকোপে জীবিকার চাকা চালু রাখতেই ডাক বিভাগের এই পদক্ষেপ।

আগামী ২ জুন রাজশাহী ও ৩ জুন চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রথম চালান পাঠানোর পর শুরু হবে নওগাঁর আম পাঠানো।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ