বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


করোনা সত্ত্বেও ইন্দোনেশিয়ায় জুমার নামাজ অব্যাহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অন্যান্য দেশের মতো পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ায়ও করোনাভাইরাস আঘাত হেনেছে। দেশটিতে করোনার আঘাতে এপর্যন্ত ৮৭ জনের মৃত্যু হয়েছে। তবে, এই প্রাদুর্ভাব সত্ত্বেও ইন্দোনেশিয়ায় জুমার নামাজ অব্যাহত রয়েছে।

জানা যায়, ইন্দোনেশিয়া সরকার করোনার প্রতিরোধে কঠোর পদক্ষেপ নিয়েছে। এপর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে এক হাজারের অধিক ব্যক্তি আক্রান্ত হয়েছে এবং ৮৭ জনের মৃত্যু হয়েছে।

ইন্দোনেশিয়ায় যারা সমাবেশে নিষেধাজ্ঞার আইন লঙ্ঘন করবে তাদেরকে কারাগারে প্রেরণ করা হচ্ছে। এই আইন থাকা সত্ত্বেও শুক্রবার দেশটির বেশ কয়েকটি মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

বিশেষকরে পূর্ব জাভা প্রদেশের সুরাবায় শহরে মুসুল্লিরা জীবাণুনাশক দিয়ে হাত ধুয়ে এবং মাস্ক ব্যবহার করে মসজিদে প্রবেশ করেছেন। এছাড়াও মসজিদে প্রবেশের পূর্বে প্রত্যেক মুসল্লির জ্বর মেপে দেখা হয়েছে। সূত্র: ইকনা।

-এটি


সম্পর্কিত খবর