শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


শপিংমল বন্ধের সময়সীমা বাড়লো ৪ এপ্রিল পর্যন্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কভিড-১৯ বা করোনার বিস্তার রোধে শপিংমল ও মার্কেট বন্ধ রাখার সময় বাড়িয়েছে মহানগর দোকান মালিক সমিতি। ৪ এপ্রিল পর্যন্ত সব শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ৩১ মার্চ পর্যন্ত সব বিপণিবিতান বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল সংগঠনটি। তবে সরকার ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করায় সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে বলে জানান সংগঠনের সভাপতি তৌফিক এহসান।

তিনি জানান, পরে সরকার কোনো নির্দেশ দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। পরিস্থিতির উন্নয়নে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান সমিতির সভাপতি। তবে, কাঁচাবাজার, মুদি দোকান, ওষুধের দোকান এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান এ সময় খোলা থাকবে।

এদিকে, গত ৪৮ ঘণ্টায় কভিড আক্রান্ত নতুন কেউ শনাক্ত হয়নি বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। দেশে মোট কভিডে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮। এদের মধ্যে ৫ জন মারা গেছে। আর ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ