শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


করোনা ভাইরাস সংক্রমণ, আকীদা এবং আমল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।।

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশংকা থেকে গৃহিত সতর্কতামূলক পদক্ষেপের বিষয়ে অবহেলা করার সুযোগ মোটেই নেই ।

হাদীসের ভাষ্য- لا عدوى ولا طيرة ....

‏সংক্রমণ এবং কুলক্ষণ বাস্তব নয়।- সহীহ মুসলিম ।

এই হাদীসটি ইসলামি আকীদা বর্ণনা করছে । আমল বা কর্মপন্থার বিষয়ে এতে কোনো নির্দিষ্ট নির্দেশনা নেই । রোগ-ব্যধির সংক্রমণজাতীয় কোনো সংকটে কর্মপন্থা বিষয়ে এই হাদীসটি নিরব । এমন ক্ষেত্রে মুমিনদের করণীয় কর্মপন্থা বিষয়ে অন্য দুটি হাদীসের ভাস্য দ্ব্যর্থহীন ।

একটি হল- فر من المجذوم فرارك من الأسد

কুষ্ঠ আক্রান্ত ব্যক্তি হতে দূরে সরে থাক যেমন সিংহ থেকে পালিয়ে থাকো। -সহীহ বুখারী

অপর হাদীসটি হল- لا يورد ممرض على مصح অসুস্থ ব্যক্তি যেন সুস্থদের কাছে না ভিড়ে।-সহীহ বুখারী

এমন সুস্পষ্ট নির্দেশনা থাকতে এ বিষয়ে কোনো সংষয় কিংবা গাফলতি মুমিনের শান হতে পারে না।

কুরআন বলেছে-واذا مرضت فهو يشفين

অসুস্থ হলে আরোগ্য দান করেন আল্লাহ । কিন্তু চিকিৎসককে দিয়ে চিকিৎসা করা সুন্নত ।

-(লেখকের ফেসবুক টাইমলাইন থেকে নেয়া)

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ