বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫


মণিপুরি মুসলমানদের নিয়ে বিজ্ঞজনেরা যা ভাবছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি মুসলমান দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষকের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের অতিথি বৃন্দের গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরা হলো- রফিকুল ইসলাম জসিম এর লেখায়-


(১) দারিদ্রতা লেখাপড়ার জন্য কোনো বাঁধা নেই৷ সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু

‘তোমরা যদি না জাগো, কেমন হবে সকাল’ দৈনিক প্রথম আলো কমলগঞ্জের প্রতিনিধি মণিপুরি মুসলিম শিক্ষার্থীদের উদ্দেশ্য করে এ দু লাইন কবিতাটি বলেন৷

মণিপুরি মুসলিম আপনারা এত সুন্দর সংঘবদ্ধভাবে কাজ করেন, অন্যান্য সম্প্রদায়েরা করেন তবে আপনার এত একতা না দেখলে অনেকে বিশ্বাস করবে না৷ আমি আপনাদের বিয়ে দেখেছি, শুকুর উল্লার গ্রামে সেইসময় এডিসি স্যার ছিল এত সুন্দর সামাজিকতা জীবনে কোথায় দেখেনি৷ তোমাদের মেয়ে আজ বিসিএস ক্যাডার রাবেয়া, তিনি অতি দরিদ্র পরিবার থেকে হয়েছে।

আমি চাই আরেকজন রাবেয়া হোক৷ মনিপুরি মুসলমানদের প্রথম বিএপাস শাহানা বেগম। কাজেকর্মেও আপনারা এগিয়ে যাবে৷ তোমরা তোমাদের অনেক এগিয়ে যেতে হবে৷ তাই তোমাদেরকে বলি দরিদ্রতা লেখাপড়ার জন্য কোনো বাঁধা নেই৷ আপনাদের পাশে সব সময় আছি থাকবো ইনশাল্লাহ।

(২) শিক্ষা ছাড়া মানুষ অচল, সবার সমন্বয়ে এগিয়ে নিতে হবে। - মোঃ কামাল উদ্দিন

ইউনিক প্রাইভেট হাসপাতালে চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বলেন, শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর, মণিপুরি মুসলিম শিক্ষকরা ক্লাসের বাইরেও উনারা সাধ্য অনুযায়ী কাজ করে যাচ্ছেন। এদেশে মণিপুরি মুসলমানদের জনসংখ্যা প্রায় ১১ হাজারের মাঝে ১১৫ জন শিক্ষক রয়েছে৷ তাদের পরিশ্রমে আপনার যারা শিক্ষাদীক্ষা এগিয়ে যাচ্ছেন। মনিপুরি মুসলিম আপনাদের মাঝে গরীব অসহায় মানুষের আমার হাসপাতালে ফ্রী মেডিকেল ব্যবস্থা করবো৷ আশারাখি আপনার অনেক এগিয়ে যাবেন৷

(৩) মানুষ মানুষের জন্য -টির্চাস ফোরাম এটা প্রমাণ করেছেন৷ চেয়ারম্যান আবদাল হোসেন

৭ নং আদমপুর ইউনিয়নে এই চেয়ারম্যান বলেন, স্বাধীনতার মাসে টির্চাস ফোরাম এমন আয়োজনকে আমি সাদুবাদ জানায়৷ আপনারা শুধু শিক্ষার উন্নয়ন নয় বরং সমাজিক বিভিন্ন অনুষ্ঠান ও সমাজসেবা কাজ করে যাচ্ছেন৷ এটাই প্রমাণ মানুষ মানুষের জন্য -টির্চাস ফোরাম এটা প্রমাণ করেছেন৷

(৪) বিদায় নিবো সেদিন, যেদিন আমি এই পৃথিবীতে থাকবো না। অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম

মৌলভীবাজার জিগৎসী স্কুল এন্ড কলেজর অবসরপ্রাপ্ত এই অধ্যক্ষ বলেন, আমাকে আজ আপনার বিদায় দিলেও শিক্ষকতা পেশার বিদায় নেওয়া সুযোগ নেই৷ কারণ এক কলেজে অবসর করেছি অন্য এক কলেজে পড়াছি সুতরাং শিক্ষকতা পেশায় বিদায় নেওয়া যায় না। বিদায় নিবো সেদিন, যেদিন আমি এই পৃথিবীতে থাকবো না।

বৃহত্তর সমাজে মনিপুরি আছে অনেকে জানতেন তবে মণিপুরিদের মধ্যে মুসলিম অনেকের অজানা৷ এক সময় মনিপুরি সমাজের মাঝে নেতৃত্বে দেওয়ার মতো ছিল না। আজ আমরা রাজনৈতিক সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দেওয়ার মত রয়েছেন। পরবর্তী প্রজন্ম এই বিষয়গুলো গুরুত্বভাবে দেখবেন৷

(৪) মণিপুরি মুসলিমরা এত ভদ্র সত্যিকার অর্থে আপনারা তারকার মতো উজ্জ্বল৷ প্রফসর রফিউদ্দিন

মৌলভীবাজার সরকারি কলেজে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রফিউদ্দিন এসব কথা বলেন বৃহত্তর সিলেটের মনিপুরি মুসলিম আপনারা এত বিশ্বস্ত৷ আমার সহকর্মী সাথে মিলেমিশে এটাই প্রমাণ করেছেন আপনারা মণিপুরি মুসলিমরা এত ভদ্র সত্যিকার অর্থে আপনারা তারকার মতো উজ্জ্বল৷

মৌলভীবাজারে মণিপুরি মুসলিম আপনাদের কোন ছাত্র যদি আমার কাছে আছে তাহলে দুই হাত ভরে সহযোগিতা করবো৷ সামাজিক, ধর্মীয় সকল দিকে আপনাদের এই সংগঠন কাজ করে যাচ্ছেন৷ তাই আপনারা অনেক এগিয়ে যাবেন এই প্রত্যাশা রাখি৷

(৫) মণিপুরি মুসলিম শিক্ষকের কাজ খুবই প্রশংসনীয় ডাঃ পদ্মমোহন সিনহা

মৌলভীবাজার ম্যাটস ভাইস- প্রিন্সিপাল ও কমলগঞ্জ সমিতি সভাপতি ডাঃ পদ্মমোহন সিনহা আরো বলেন, মণিপুরি মুসলিম টির্চাস ফোরাম, শিক্ষার্থীদের নিয়ে কাজ করে যাচ্ছেন, বিনামূল্যে শিক্ষা প্রদান, শিক্ষা উপকরণ, সামাজিক সেবা ইত্যাদি এই ধরনের কার্যক্রমে মণিপুরি মুসলিম শিক্ষকের কাজ খুবই প্রশংসনীয় বাংলাদেশর এটি একটি উদাহরণ৷

(৬) ‘পরিশ্রম সাফল্যের চাবিকাঠি, শিক্ষাবিদ হুমায়ূন কবির খান

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মৌলভীবাজারের উপ পরিচালক হুমায়ূন কবির খান বলেন, পরিশ্রমের দ্বারা ভাগ্যের চাবিকাঠি এমনভাবে পরিবর্তন করা সম্ভব, যা অলস মানুষের কাছে অলৌকিক বলে মনে হয়। যে কোনো ক্ষেত্রে সফলতার প্রথম শর্ত হল প্রবল ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম। তাই পরিশ্রম সাফল্যের চাবিকাঠি৷ মানুষ যদি তার লক্ষ্যে অটুট থাকে এবং সেই অনুযায়ী কাজ করে, তবে একদিন সে সাফল্যের চূড়ায় পৌঁছতে পারে।

(৭) মণিপুরি মুসলিম সমাজের শিক্ষকরা আলোকবর্তিকা--প্রফেসর শাহ আব্দুল অদুদ

মৌলভীবাজার সরকারি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান শাহ আব্দুল অদুদ বলেন, মণিপুরি মুসলিম সমাজের শিক্ষকরা আলোকবর্তিকা হিসেবে কাজ করে যাচ্ছে যা শিক্ষাব্যবস্থায় প্রসার বাড়ছে তবে সামাজিক অবক্ষয়রোধ হচ্ছে না৷ শিক্ষার্থীদের দৈনন্দিন ইন্টারনেট ব্যবহার পরিহার করতে হবে৷

(৮) জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের গড়ে তুলতে হবে প্রফেসর মোঃ শাহজাহান

শিক্ষার্থীদের উদ্দেশে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান বলেন, একজন শিক্ষার্থীকে ভালো ফলাফলই শুধু নয় ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। তারা যদি জ্ঞান অর্জনের পাশাপাশি দায়িত্বশীল আচরণ ও মানবিক মূল্যবোধ সম্পন্ন হতে না পারেন তবে অর্জিত জ্ঞান অসারতায় পরিনত হবে। তাই দেশের আগামীদিনের কর্ণধারদের জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের গড়ে তুলতে হবে।

আবদুল্লাহ তামিম/এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ