শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


করোনা ভাইরাস সনাক্ত করতে নতুন অ্যাপ চালু করল চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের ঝুঁকিতে থাকা মানুষদের তথ্য সংকেত দিতে সক্ষম এমন একটি অ্যাপ্লিকেশন (অ্যাপ) সেবা সম্প্রতি চালু করেছে চীন সরকার। করোনা ভাইরাসের ঝুঁকিপূর্ণ এলাকায় আসার সঙ্গে সঙ্গেই একজন মানুষকে সতর্ক সংকেত দিতে সক্ষম এই অ্যাপটি। তাই অ্যাপটির নাম রাখা হয়েছে ‘ক্লোজ কন্ট্যাক্ট ডিটেক্টর’। খবর বিবিসি’র।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, চীন সরকার ও চীন ইলেকট্রনিক্স প্রযুক্তি গ্রুপ কর্পোরেশন যৌথভাবে তৈরি করেছে এ অ্যাপটি ।

জানা যায়, করোনা ভাইরাসে আক্রান্ত কোন ব্যক্তির কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে ‘ক্লোজ কন্ট্যাক্ট ডিটেক্টর’ নামের এই অ্যাপটি একজন ব্যবহারকারীকে সংকেত দিতে থাকবে। এছাড়াও ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত ব্যক্তিদের বাড়িতে থাকতে এবং স্থানীয় স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষের কাছে যাওয়ার পরামর্শ দেবে অ্যাপটি। তবে অ্যাপটি ব্যবহার করতে একটি কুইক রেসপন্স (কিউআর) কোড স্ক্যান করে অর্থ পরিশোধ করতে হবে।

-ওএএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ