শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


গাইবান্ধায় ভুয়া এসআই আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাইবান্ধায় নজরুল ইসলাম লিমন (৩২) নামে ভুয়া এসআইকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) রাতে গাইবান্ধা সদর থানা পুলিশ রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর গ্রাম থেকে তাকে আটক করে।

এসময় তার কাছ থেকে এসআই পদের একটি ভুয়া আইডি কার্ড, দুই কপি পাসপোর্ট সাইজের পুলিশের পোশাক পরিহিত ছবি ও একটি ন্যাশনাল আইডি কার্ড উদ্ধার করা হয়। লিমন রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর গ্রামের বাবুল সরকারের ছেলে।

গাইবান্ধা সদর থানার ওসি খান মুহা. শাহারিয়ার জানান, সম্প্রতি গাইবান্ধা শহরের ডেভিট কোম্পানি পাড়ার আবুল হাসেমের ছেলে হাফিজুর রহমান লিটনের সঙ্গে নজরুল ইসলাম লিমনের পরিচয় হয়। এসময় নজরুল নিজেকে এসআই হিসাবে পরিচয় দেন। নজরুল সেই পরিচয়ের সূত্রে লিটননহ তিন যুবককে ‘জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর ফিল্ড অফিসার পদে চাকরি দেয়ার কথা বলে ১১ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেয়।

পরে তারা খোঁজ নিয়ে জানতে পারেন নজরুল আদৌ পুলিশ বাহিনীতে চাকরি করেন না। ফলে এনিয়ে গত বুধবার তারা গাইবান্ধা সদর থানায় একটি মামলা করেন।

তিনি আরও জানান, আটক নজরুলকে জিজ্ঞাসাবাদ শেষে আজ বৃহস্পতিবার বিকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ