শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ইতিহাস বিখ্যাত আলবেনিয়ার ইথেম বে মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

আলবেনিয়ার ইথেম বে মসজিদ। এটি আলবেনিয়ার একটি ঐতিহাসিক মসজিদ। আলবেনিয়া রাজধানী কেন্দ্রে এই মসজিদটি অবস্থিত।

আলবেনিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। এটি বলকান উপদ্বীপের উত্তর-পশ্চিম প্রান্তে অবস্থিত। এ দেশটি পশ্চিম দিক থেকে আর্দ্রিয়াটিক এবং দক্ষিণ-পশ্চিমে আইওনিয়ান সাগর দ্বারা পরিবেষ্টিত।

২৮ হাজার ৭৪৮ বর্গকিলোমিটারের আলবেনিয়াতে উপকূল রয়েছে ৩৬২ কিলোমিটারের। এই দেশটি পশ্চিম দিক হতে আদ্রিয়াটিক এবং দক্ষিণ-পশ্চিমে আইওনিয়ান সাগর দ্বারা পরিবেষ্টিত।

২৮ হাজার ৭৪৮ বর্গকিলােমিটারের আলবেনিয়াতে উপকূল রয়েছে প্রায় ৩৬২ কিলােমিটার। দুই সাগরের পাশে দাঁড়িয়ে থাকা এই দেশটির ৭০ শতাংশ ভূমিই অত্যন্ত বন্ধুর।

দেশটির সর্বোচ্চ স্থান দিবারের কোরাব সমুদ্রপৃষ্ঠ হতে ২,৭৫৩ মিটার ওপরে অবস্থিত। আলবেনিয় জাতির পিতা ইস্কান্দর বে।

আলবেনিয়া ইতিহাসে বহুবার পূর্বের ইতালীয় শক্তি এবং পশ্চিমের বলকান শক্তির কাছে নত হয়েছে। ১৫শশতকে আলবেনিয়া গ্রীস অধীনে চলে আসে এবং ১৯১২ সালের পূর্বে পর্যন্ত স্বাধীনতা লাভ করতে পারেনি।

১৯৪৪ হতে ১৯৯০ সাল পর্যন্ত মূলত এটি একটি সাম্যবাদী রাষ্ট্র ছিল। ১৯৯১ সালে দেশটি গণতন্ত্র এবং বাজার অর্থনীতি ব্যবস্থায় ধীরে ধীরে রূপান্তর শুরু হয়।

আলবেনিয়ার রাজধানীর এ মসজিদটি ইতিহাস বিখ্যাত একটি মসজিদ। প্রায় ১৬০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। সূত্র: উইকিপিডিয়া

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ