বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫


উইদোদোর জয়ের খবরে জাকার্তায় সহিংসতা, গ্রেফতার ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রেসিডেন্ট নির্বাচনে জোকো উয়িদোদো পুনর্নির্বাচিত হওয়ার খবরে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সহিংসতার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এপর্যন্ত ২০ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রকাশ করে ইন্দোনেশিয়ার জেনারেল ইলেকশন কমিশন (কেপিইউ)। তাতে দেখা যায়, ১৭ এপ্রিল অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট উয়িদোদো ৫৫ দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন। আর তার প্রতিদ্বন্দ্বী সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ান্তো ৪৪ দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

কেপিইউয়ের প্রকাশিত ফলাফলে বেসরকারি জরিপ সংস্থাগুলোর প্রকাশিত বেসরকারি ফলাফল সঠিক ছিল বলে প্রমাণিত হয়। প্রেসিডেন্ট নির্বাচনে পড়া মোট ১৫ কোটি ৪০ লাখ ভোটের মধ্যে উয়িদোদো আট কোটি ৫০ লাখেরও বেশি ভোট পান। কিন্তু পরাজিত প্রার্থী প্রাবোও সংবাদ সম্মেলন করে ব্যাপক প্রতারণার অভিযোগ তুলেন।

মঙ্গলবার শান্তিপূর্ণভাবে প্রতিবাদ শুরু হলেও সন্ধ্যার দিকে তা সহিংস রূপ নেয়। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে।সহিংসতা চলাকালে পুলিশের মোবাইল ব্রিগেডের আবাসিক অ্যাপার্টমেন্টের সামনে কার পার্কিংয়ে রাখা গাড়িতে আগুন দেওয়া হয় বলে জানিয়েছে গণমাধ্যম।“এখন পর্যন্ত পুলিশ ২০ জনেরও বেশি লোককে গ্রেফতার করেছে, তাদের উস্কানিদাতা বলে মনে করছি যারা অন্যান্য অপরাধও করেছে,” এক সংবাদ বিবরণীতে বলেছেন পুলিশের মুখপাত্র দেদি প্রাসেতিও।

এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ