বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


এই রমজানে হৃদয় উজার করে ক্যান্সার হাসপাতালে দান করুন: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মায়ের স্মৃতিতে ‘শওকত খানম মেমোরিয়াল ক্যান্সার হাসপাতাল’  তৈরি করেছেন। এটি দেশের প্রথম ক্যান্সার স্পেশালাইজড হাসপাতাল।

রমজানে গরিব ও অসহায় রোগীদের চিকিৎসার জন্য বেশি বেশি দান করার আহ্বান জানিয়ে মঙ্গলবার সন্ধ্যায় টুইট করেন ইমরান খান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী টুইটারে লেখেন, আমি আশা করছি, এই রমজানে মানুষ নিজের হৃদয় উজার করে শওকত খানম মেমোরিয়াল ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারে দান করবেন। যাতে গরিব ও অসহার রোগীদের চিকিৎসা করা সম্ভব হয়।

তিনি আরও বলেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও এই হাসপাতাল গরিব রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছে। হাসপাতাল নির্মাণ কাজ এখনও চলছে।

উল্লেখ্য, ১৯৯৪ সালে লাহোরে গড়ে ওঠা এই হাসপাতালের শয্যা সংখ্যা ৬০০। এই হাসপাতালটির অনন্য বৈশিষ্ট্য হলো, এখানে ৭৫ শতাংশ ক্যান্সার রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়।

একইভাবে পেশোয়ারেও নির্মাণ করেন আরেকটি ক্যান্সার হাসপাতাল। এসব হাসপাতালের প্রায় ৭০ শতাংশ চিকিৎসাই হয় অসহায় দরিদ্রদের যা সম্পূর্ণ বিনামূল্যে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ