শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


আফগানিস্তানে পুলিশ সদর দপ্তরে হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় একটি পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে তালিবানরা। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের অন্তত ২০ সদস্য গুরুতর আহত হয়েছেন।

বাঘলান প্রাদেশিক কাউন্সিলের সদস্য আসাদুল্লাহ শাহবাজ বলেন, ‘রবিবার (৫ মে) স্থানীয় সময় সকালে পুল-এ-খুমেরির শহরের সেই পুলিশ স্টেশনে আচমকা একটি বোমা বিস্ফোরণ ঘচে। মূলত এর পরই তারা গুলি চালাতে চালাতে পুলিশ সদর দপ্তরটির ভেতরে প্রবেশ করে।’

তিনি আরও বলেন, ‘নিরাপত্তা বাহিনীর সদস্যরা তখন পালটা গুলি চালালে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের শুরু হয়। যা এখনও অব্যাহত আছে। পরবর্তীতে বিস্ফোরণ স্থল থেকে অন্তত ২0 জনকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাদের মধ্যে অনেকের অবস্থাই বেশ আশঙ্কা জনক।’

এদিকে স্বাধীনতাকামী তালিবানের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করে নেওয়া হয়েছে বলে জানা যায়। সংগঠনটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ‘বেশ কিছুদিন যাবত তালিবান যোদ্ধারা আফগান বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। মূলত এর অংশ হিসেবে আজকের এই হামলাটি চালানো হলো।’

সূত্র : রয়টার্স

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ