শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


এবার দেয়াল লিখনে ইসলাম অবমাননা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল ২১ এপ্রিল স্থানীয় সময় রাত পৌনে ১১টার দিকে যুক্তরাজ্যের প্রিস্টনের একটি মসজিদের বাইরে ইসলামকে অবমাননা করে দেয়াল লিখনের ঘটনা ঘটেছে। এর আগে গত ২০ এপ্রিলও এমন ঘটনা ঘটেছিলো।

সেসময় দেয়াল লিখনটি মুঁছে ফেলা হয়।এরপর আবারো এমন ঘটনা ঘটলো। এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রিস্টন পুলিশের একজন তদন্ত কর্মকর্তা গ্যারি ক্রো বলেন, 'মাত্র কয়েক দিনের ব্যবধানে বর্ণবাদী দেয়াল লিখনের পৃথক দুটি ঘটনা ঘটেছে। এতে স্থানীয় সম্প্রদায় উদ্বিগ্ন। আমি স্থানীয় ধর্মপ্রাণ মানুষকে আশ্বস্ত করতে চাই, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

গ্যারি বলেন, 'এই ঘটনা অত্যন্ত ঘৃণ্য এবং একেবারেই অগ্রহণযোগ্য। এই ধরনের আচরণ সহ্য করা হবে না।' তিনি বলেন, 'আমরা যত দ্রুত সম্ভব দেয়াল লিখন মুঁছে ফেলতে কাজ করছি।'

গ্যারি আরো বলেন, 'পুলিশ এলাকায় উপস্থিত থেকে তদন্ত কাজ চালিয়ে যাবে। তদন্ত পরিচালনা করা হচ্ছে ফরেনসিক ও সিসিটিভি'র ফুটেজ পরীক্ষা করে।' এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে দ্রুত পুলিশকে জানানো জন্য অনুরোধ করেন তিনি। সূত্র: ল্যানস

-এমডব্লিউ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ