বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি, অনলাইনে ক্লাস চালুর চিন্তা ফের ৩ দিনের হিট অ্যালার্ট জারি, হতে পারে বৃষ্টি যুদ্ধ কখনোই কোনো সমাধান দিতে পারে না: প্রধানমন্ত্রী সব ডিসি-এসপির সঙ্গে ইসির বৈঠক বৃহস্পতিবার ‘মানতিক; যুগের চাহিদার সাথে মিলে না’ এ ধরেণের কথা অযৌক্তিক: মুফতি হিফজুর রহমান দাওরায়ে হাদিসের ফলাফল নজরে সানীর আবেদনের সময় বাকি ৩ দিন  বৃষ্টি প্রার্থনায় জামিয়াতুল আবরার রাহমানিয়ায় ‘সালাতুল ইস্তিসকা’  আদায় হাসপাতালে সৌদি বাদশাহ সালমান সোস্যাল মিডিয়ায় প্রচারিত পাঠ্য তালিকার সাথে বেফাকের পাঠ্য তালিকার সম্পর্ক নেই: বেফাক

বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ার নির্বাচন, এগিয়ে উইদোদো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় বুধবার প্রেসিডেন্ট, সংসদ এবং স্থানীয় নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রেসিডেন্ট পদে এগিয়ে রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জোকো উইদোদো। ভোটের পরের বেশ কয়েকটি জরিপে বলা হয়েছে, আবারো প্রেসিডেন্ট হচ্ছেন উইদোদো।

পাঁচটি জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠানের করা এক্সিট পোলে দেখা গেছে, ক্ষমতায় থাকা জোকো উইদোদো প্রতিদ্বন্দ্বী প্রাবোভো সুবিয়ান্তোকে বড় ব্যবধানে পরাজিত করতে যাচ্ছেন৷ নির্বাচন কেন্দ্রে উপস্থিত ভোটারদের উপর পরিচালিত জরিপগুলো বলছে, প্রায় ৫৫ ভাগ ভোটার জোকো উইদোদোর পক্ষে৷ আর প্রায় ৪৪ ভাগ ভোটার প্রাবোভো সুবিয়ান্তোকে বেছে নিতে পারেন৷

২০১৪ সালের নির্বাচনেও প্রাবোভো সুবিয়ান্তোকে পরাজিত করেছিলেন উইদোদো৷ তবে সেই সময় দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ভোটের ব্যবধান ছিলো সামান্য।

বিশ্বের বৃহত্তম মুসলিম অধ্যুষিত এবং তৃতীয় বৃহত্তম গণতন্ত্রের দেশ ইন্দোনেশিয়াতে বুধবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়৷

৯০ শতাংশ মুসলমানের ইন্দোনেশিয়ায় ভোট দেয়ার আগে ভোটাররা মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করেন। রেকর্ডসংখ্যক দুই লাখ ৪৫ হাজার প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই প্রথম সব ভোট একদিনে অনুষ্ঠিত হচ্ছে।

প্রায় ১৮ হাজার দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ার এ নির্বাচনে ভোটাররা প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্টসহ জাতীয় ও স্থানীয় পর্যায়ের আইন প্রণেতাদের নির্বাচিত করেছে৷

ভোটগ্রহন শেষ হওয়ার পর এক ভাষণে উইদোদো বলেন, তিনি জানতেন যে, তার দল এগিয়ে থাকবে৷ নির্বাচনের সময় যে রাজনৈতিক বিভাজন দেখা দিয়েছে, নির্বাচনের পরে এ বিভাজন ভুলে গিয়ে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি৷

তবে এক্সিট পোলের এ ফলাফল প্রত্যাখ্যান করে নির্বাচনের জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন সুবিয়ান্তো৷ নির্বাচনে কারচুপির আভিযোগও এনেছে তার দল৷

দেশটিতে একদিনের নির্বাচনে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টসহ পার্লামেন্টের উচ্চকক্ষের মোট ১৩৬টি সদস্য পদ এবং নিম্নকক্ষের আরও প্রায় ৫৭৫টি পদের জন্য ভোট অনুষ্ঠিত হয়। একইসঙ্গে অনুষ্ঠিত হয়েছে অন্তত দুই হাজার ২০৭ জন প্রাদেশিক সদস্য ছাড়াও মোট ১৭ হাজার ৬১০টি স্থানীয় কাউন্সিলর পদের নির্বাচন। এবারের নির্বাচনে অংশ নিয়েছে মোট ১৬টি রাজনৈতিক দল। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রায় দুই লাখ ৪৫ হাজারের বেশি প্রার্থী।

একই সঙ্গে অন্তত দুই হাজার ২০৭ প্রাদেশিক সদস্য ছাড়াও ১৭ হাজার ৬১০টি স্থানীয় কাউন্সিলর পদেও নির্বাচন আয়োজন করা হয়। সকাল ৭টায় শুরু হওয়া এ ভোট শেষ হয় বেলা ৩টায়। ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে ফল ঘোষণা হলেও আনুষ্ঠানিক ফল ঘোষণা হবে মে মাসে।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ