মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


মালয়েশিয়া ৬ দিনের সফরে যাচ্ছেন বিমানবাহিনী প্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ায় সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।

মঙ্গলবার (২৬ মার্চ) স্ত্রী এবং দু’জন সফরসঙ্গী নিয়ে ছয়দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় রওনা হন তিনি।

সফরকালে বিমানবাহিনী প্রধান লাংকাওয়ি ইন্টারন্যাশনাল মেরিটাইম অ্যান্ড এরোস্পেস এক্সিবিশন (এলআইএমএ)-২০১৯’ ও এয়ার চিফ কনফারেন্সে অংশগ্রহণ করবেন।

এয়ার চিফ কনফারেন্সে তিনি মালয়েশিয়ার বিমানবাহিনী প্রধানসহ অনুষ্ঠানটিতে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের বিমানবাহিনী প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

এছাড়া রুশ এয়ারক্রাফট করপোরেশন, ইউনাইটেড এয়ারক্রাফট করপোরেশন ও ইরকুট করপোরেশনের প্রতিনিধির সঙ্গে পেশাগত বিষয়ে মতবিনিময় করবেন তিনি।

একইসঙ্গে তিনি দেশটির শিক্ষা প্রতিষ্ঠান ‘Malaysian Armed Forces Staff College’ পরিদর্শন করবেন। সেসময় ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে ‘হল অব ফেম’ উপাধি দেয়ার কথা রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ