মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ।। ৫ চৈত্র ১৪৩০ ।। ৯ রমজান ১৪৪৫

শিরোনাম :
এবার ‘এমভি আবদুল্লাহ’ উদ্ধারে নামছে সোমালি পুলিশ ও বিদেশি নৌ সেনারা দেওবন্দ মাদরাসার বিরুদ্ধে জেলা প্রশাসকের দ্বিতীয় চার্জশিটে যা আছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে গোলাগুলি, উত্তেজনা তুঙ্গে ‘কোরআনের ক্লাসসহ ইসলামের বিধি-বিধান নিয়ে ষড়যন্ত্র বন্ধ করুন’ ঈদের পর কারওয়ান বাজারের ঝুঁকিপূর্ণ কোনো ভবন থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কারওয়ান বাজার আড়ত সরিয়ে গাবতলীতে যাচ্ছে ইফতারে পূর্বে দোয়া না পড়লে রোজা শুদ্ধ হবে ? অমুসলিম হয়েও রোজা রাখছেন যে ক্রিকেটার কোচ ইসলামবিদ্বেষ ঠেকাতে জাতিসংঘে প্রস্তাব পাস, পক্ষে ভোট দিল বাংলাদেশ রমজানে একবারের বেশি ওমরাহ পালনে সৌদির নিষেধাজ্ঞা

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের সভাপতি রেজাউল হক, সম্পাদক সালেহ আহমদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার বার্ষিক মজলিসে শুরা সম্মেলন কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখা সভাপতি শাইখুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাজ্য সাধারণ সম্পাদক মাওলানা ফয়েজ আহমদের পরিচালনায় ২৩ মার্চ ২০১৯ইং শনিবার লন্ডন প্লাস্টো জামেয়া ইসলামিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

শুরা সম্মেলনে কেন্দ্র মনোনীত নির্বাচন কমিশনার যুক্তরাজ্য শাখার অন্যতম উপদেষ্টা শায়খ মাওলানা তরিকুল্লাহ ও শাইখুল হাদিস মাওলানা আব্দুর রহমান উপস্থিত থেকে শাখা পূনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন।

যুক্তরাজ্যের বিভিন্ন শাখা ও শহর থেকে আগত বিপুল সংখ্যক শুরা সদস্যের উপস্থিতিতে গোপন ব্যালটে ২০১৯ /২০ ইং সেশনের জন্য শাইখুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক সভাপতি ও মুফতি ছালেহ আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

পরে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার নির্বাহী কমিটি ও ১৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

নব গঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলগণ হলেন, সিনিয়র সহ সভাপতি শায়েখ মাওলানা ফয়েজ আহমদ, সহ সভাপতি মাওলানা আবদুস ছালাম, আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ নাজির, মাওলানা খতীব তাজুল ইসলাম, শায়েখ হাফিজ মাওলানা ইকবাল হোসেন, শায়েখ হাফিজ মাওলানা ছালেহ আহমদ, আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, মাওলানা ছালেহ আহমদ হামিদী, মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া, সহ সাধারন সম্পাদক ব্যারিষ্টার মাওলানা বদরুল হক, মাওলানা জাহাঙ্গীর খান, মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা মুছলেহ উদ্দিন, মাওলানা ছাদিকুর রহমান।

সাংগঠনিক সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ সৈয়দ শিহাব উদ্দিন, বাইতুলমাল সম্পাদক মাওলানা ফজলুল হক কামালী, সহ বায়তুল মাল সম্পাদক মাওলানা আবুল কালাম, প্রশিক্ষণ সম্পাদক শায়েখ মাওলানা সৈয়দ মশহুদ হুসেন, সহ প্রশিক্ষণ সম্পাদক মুফতী সালাতুর রহমান মাহবুব, প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ আল আমিন, সহ প্রচার সম্পাদক মাওলানা মুহিবুর রহমান মাছুম, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান, সহ সমাজ কল্যাণ সম্পাদক মাষ্টার ফজল উদ্দিন, নির্বাহী সদস্য হাফিজ মুন্জুরুল হক, ক্বারী মাওলানা আব্দুল জলিল, হাফিজ শহির উদ্দিন, আলহাজ্ব মুহাম্মদ আলী, আলহাজ্ব মুহাম্মদ মিয়া।

সম্মানিত উপদেষ্টাবৃন্দ হলেন মাওলানা শায়েখ আবদুল আজিজ (বার্মিংহাম), শায়খ মাওলানা তরিকুল্লাহ (লন্ডন),  শায়খুল হাদিস মাওলানা আবদুর রহমান (লন্ডন), মাওলানা আশরাফ আলী শিকদার (ব্রাডফোর্ড), মাওলানা আবদুল জলিল (ব্রাডফোর্ড), মাওলানা আবদুর রহমান (ক্যামব্রিজ), মাওলানা ফরিদ আহমদ খান (নিউপুট), মাওলানা সামছুদ্দিন (বার্মিংহাম), শায়খ মাওলানা ইয়াহয়া (ওল্ডহাম), হাফিজ জালাল উদ্দিন (ব্রাডফোর্ড), মাওলানা নুরুল হক আমিনী (নিউক্যাসেল), মুফতী হাবীব নূহ (রাইছলীপ), মাওলানা সাদেক আহমদ (লন্ডন), মুফতি ছাফির উদ্দিন, মুফতী শামীম মুহাম্মদ (ম্যানচেস্টার), হাফিজ মাওলানা ইউসূফ সালেহ (ইপছউইচ )।

পরিশেষে নির্বাচন কমিশনার শাইখুল হাদিস মাওলানা আব্দুর রহমান নবনির্বাচিত দায়িত্বশীলবৃন্দকে শপথ বাক্য পাঠ করান।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ