মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ।। ৫ চৈত্র ১৪৩০ ।। ৯ রমজান ১৪৪৫


ইসরায়েলে রকেট হামলা, বাড়িতে আগুন, আহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজা থেকে রকেট হামলায় ইসরাইলের একটি বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। খবর রয়টার্স।

জানা যায়, ইসরায়েলের লাগাতার বর্বর হামলার প্রতিবাদে সোমবার ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে এ রকেট হামলা চালনো হয়। ওই ঘটনার পর ইসরাল ব্যাপক সতর্কতা অবলম্বন করছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, গাজা সীমান্তের কাছে ফিলিস্তিনিরা প্রতিবাদের বর্ষপূর্তি পালন করছে। একইসঙ্গে আগামী ৯ এপ্রিল ইসরাইলের নির্বাচনের প্রচারণা ঘিরে ওই অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ বলছে, রকেটের আঘাতে বাড়িটিতে আগুন ধরে যায়। ওই ভবনের ৬ বাসিন্দাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

এর আগে গাজায় হামলার জন্য ইসরাইলি সেনাবাহিনী আকাশ পথে সাইরেন বাজায়। এর কয়েক মিনিটের মধ্যেই গাজা থেকে রকেটটি এসে পড়ে।

জানা যায় এ হামলার সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার জন্য ওয়াশিংটন সফরে ছিলেন। তবে, সফর সংক্ষিপ্ত করে নেতানিয়াহু দেশে ফেরার ঘোষণা দিয়েছেন।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ