শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


মুফতি তাকি উসমানির উপর হামলায় আল্লামা মাহমূদুল হাসানের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রখ্যযাত আলেমে দীন, দারুল উলুম করাচির মুহাদ্দিস শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানির ওপর বর্বরোচিত হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ি মাদরাসার মুহতামিম, দাওয়াতুল হক বাংলাদেশের আমির ও গুলশান সেন্ট্রাল আজাদ মসজিদের খতিব আল্লামা মাহমুদুল হাসান।

আজ (২৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, উপমহাদেশসহ বিশ্বের সকল দেশে মুফতি তাকি উসমানি একজন বুদ্ধিজীবি আলেম হিসেবে সমাদৃত। তার ওপর হামলা আমাদের জন্য বড়ই দু:খজনক।

বিবৃতিতে তিনি আরো বলেন, আমরা বাংলাদেশের মানুষ শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানির ওপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। সাথেসাথে এই হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।

আল্লামা মাহমুদুল হাসান বিবৃতিতে, এই হামলায় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং অসুস্থদের দ্রুত শেফার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

আরএম


সম্পর্কিত খবর