শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


হিন্দুদের হোলির শুভেচ্ছা জানালেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের হিন্দুদের হোলির শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ইমরান খান।

বুধবার টুইটারে তিনি লিখেছেন, ‘আমার দেশের সমস্ত হিন্দু সম্প্রদায়কে হোলির শুভেচ্ছা রইল। এই রঙের উৎসবে তাদের জীবন শান্তি ও আনন্দে ভরে উঠুক।’

এদিকে, পিপিপি সভাপতি বিলাবল ভুট্টো জারদারিও হিন্দুদের হোলির শুভেচ্ছা জানান।

পাকিস্তানের ২০ কোটি জনসংখ্যার মধ্যে চার শতাংশ হিন্দু রয়েছেন।

অন্যদিকে, খাইবার পাখতুনের প্রাদেশিক আইনসভায় হিন্দুদের বিরুদ্ধে তোপ দেগেছিলেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা শের আজম ওয়াজির। এদিন তার মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন। গত ফেব্রুয়ারি মাসে বালাকোটে ভারতীয় বিমান বাহিনীর হামলার পর ‘হিন্দুরা আমাদের শত্রু’ বলে মন্তব্য করেছিলেন আজম। তার ওই মন্তব্যের বিরোধিতা করে অধিবেশন ছেড়ে বেরিয়ে আসেন দুই সংখ্যালঘু জনপ্রতিনিধি রবিকুমার এবং রঞ্জিৎ সিং। আইনসভার স্পিকার মোস্তফা গনিও অধিবেশনের ওই বিতর্কিত মন্তব্য বাদ দেওয়ার নির্দেশ দেন এবং পিপিপি নেতাকে ভর্ৎসনা করেন।

বুধবার আজম তার মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বলেন, তিনি আসলে ‘হিন্দু’ নয় ‘হিন্দুস্তান’ বলতে চেয়েছিলেন। কিন্তু ভুলবশত ‘হিন্দু’ বলে ফেলায় ক্ষমা চাইছেন।

উল্লেখ্য, খাইবার পাখতুন প্রদেশের আইনসভায় তিনজন সংখ্যালঘু জনপ্রতিনিধি রয়েছেন।

কেপি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ