শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


সুখী দেশের তালিকায় ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ, পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০ মার্চ হল বিশ্ব সুখ দিবস। এই দিনেই এই রিপোর্টটি প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জের সাসটেনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক। ২০১২ সাল থেকে এই দিনটি পালন করছে রাষ্ট্রপুঞ্জ।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়,  ২০১৭-র থেকে ২০১৮তে সুখ এবং খুশি, দুই-ই কমেছে ভারতীয়দের। কোন দেশের মানুষ কতটা খুশি আছেন, তাই নিয়ে একটি রিপোর্ট সামনে এনেছে রাষ্ট্রপুঞ্জ। সেখানেই দেখা যাচ্ছে সুখী দেশের তালিকায় ভারতের স্থান এখন ১৪০ নম্বরে।

বাংলাদেশ আছে ১২৫ নাম্বারে। পাকিস্তান আবার এদিক থেকে অনেক এগিয়ে আছে। তারা আছে ৬৭ নাম্বারে।এবং চিন ৯৩ নম্বরে, ভুটান ৯৫ নম্বরে এবং শ্রীলঙ্কা ১৩০ নম্বরে। গত বছর প্রকাশিত তালিকায় ভারত ছিল ১৩৩ নম্বরে।

মানুষের গড় আয়, স্বাধীনতা, আস্থা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা এবং মনের উদারতা, এই ছ’টি বিষয়ের উপর ভিত্তি করেই এই তালিকা তৈরি করা হয়েছে।

মানুষের গড় আয়, স্বাধীনতা, আস্থা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা এবং মনের উদারতা, এই ছ’টি বিষয়ের উপর ভিত্তি করেই এই তালিকা তৈরি করা হয়েছে।

মানুষের গড় আয়, স্বাধীনতা, আস্থা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা এবং মনের উদারতা, এই ছ’টি বিষয়ের উপর ভিত্তি করেই এই তালিকা তৈরি করা হয়েছে।

যুদ্ধ, দাঙ্গা এবং খরা বিধ্বস্ত সুদান এই তালিকায় সব থেকে নিচে, ১৫৬ নম্বরে। তালিকায় ভারতের পরেই আছে আফ্রিকার বিভিন্ন দেশ।

আফ্রিকার দেশগুলির মধ্যে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক আছে ১৫৫ নম্বরে। এর পরই রোয়ান্ডা (১৫২), তানজানিয়া (১৫৩) এবং আফগানিস্তান (১৫৪)। পৃথিবীর অন্যতম ধনী দেশ হওয়া সত্ত্বেও এই তালিকায় ১৬ নম্বরে জায়গা পেয়েছে আমেরিকা।

প্রসঙ্গত, ২০১১ সালে দক্ষিণ এশিয়ার দেশ ভূটান জাতিসংঘে বিশ্ব সুখী দিবস পালনের প্রস্তাব উত্থাপন করে। এরপরের বছর থেকেই ২০ মার্চ কে বিশ্ব সুখী দিবস হিসেবে পালন করা হচ্ছে। এ বছরের তালিকায় ৯৫তম স্থানে জায়গা পেয়েছে ভূটান।

আইএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ