শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


ব্রিটেনে একরাতে ৫ মসজিদে ভাঙচুর; ব্যাপক ক্ষয়ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাজ্যের বার্মিংহামের ওয়েস্ট মিডল্যান্ডে ৫টি মসজিদে হাতুড়ি হামলার খবর পাওয়া গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, এ হামলায় মসজিদগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মসজিদের জানালা, দরজা ভাঙচুর করেছে অস্ত্রধারী অজ্ঞাত সন্ত্রাসীরা।

জানা যায, বুধবার গভীর রাতে এসব হামলা চালায় সন্ত্রাসীরা। এতে আতঙ্ক সৃষ্টি হয় এলাকায়। মুসলিমদের মধ্যে উৎকণ্ঠার সৃষ্টি হয়।

পুলিশ এসব ঘটনার তদন্ত শুরু করেছে। তবে কে বা কারা এসব হামলা চালাতে পারে তা নিয়ে তারা কিছু বলতে পারেনি।

এদিকে দেশটির প্রশাসন শুক্রবারের জুমআর নামাজের সময় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

ডেইলি মেইল এক প্রতিবেদনে বলছে, রাতে উইটনের উইটন ইসলামিক সেন্টারে হামলা চালায় অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে মসজিদের সাতটি জানালা ও দুটি দরজা ভাঙচুর করা হয়।

গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে একযোগে দুটি মসজিদে হামলা করে শেতাঙ্গ সন্ত্রাসী ব্রেন্টন ট্যারান্ট। আতে ৫০ জন মুসলিম শহীদ হন। আহত হন অনেকেই। এ শোকের রেশ কাটতে না কাটতেই ব্রিটেনের মসজিদে হামলার ঘটনা ঘটলো।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ