শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


জুমার নামাজ উপলক্ষ্যে খুলে দেয়া হচ্ছে সেই মসজিদগুলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জুমার নামাজ উপলক্ষ্যে খুলে দেয়া হচ্ছে ন্যাক্কার সন্ত্রাসী হামলার শিকার হওয়া ক্রাইস্টচার্চের আল নূর এবং লিনউড মসজিদ । ধারণা করা হচ্ছে, শত শত মানুষ আগামীকালের জুমার নামাজে অংশ নিবে।

শুক্রবারের জুমার নামাজ উপলক্ষ্যে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া আল নূর মসজিদের মেরামত করা হয়েছে। মসজিদটিতে নতুনভাবে রঙ দেয়া হয়েছে এবং পরিস্কার করা হয়েছে।

বৃহস্পতিবার একটি বিবৃতিতে নিউজিল্যান্ড পুলিশ জানায়, লোকজনের ভয় দূর করার জন্য আগামীকাল আমাদের সর্বোচ্চ উপস্থিতি থাকবে।

উল্লেখ্য, গত শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চে দুটি মসজিদে ভয়াবহ জঙ্গি হামলায় অন্তত ৫০ জন শহীদ ও ৫০ জন আহত হন।

হামলাকারী জঙ্গি শ্বেত শ্রেষ্ঠত্ববাদী অস্ট্রেলিয়ার নাগরিক ব্রেন্টন ট্যারেন্ট (২৮) নিজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের ডানেডিনে বসবাস করতেন। দুই মসজিদে চালানো নির্বিচার হত্যাকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে নরহত্যার অভিযোগ আনা হয়েছে।

পুলিশ রিমান্ডে থাকা ট্যারেন্টকে আগামী ৫ এপ্রিল ফের আদালতে হাজির করা হবে। তখন তার বিরুদ্ধে আরও অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: রয়টার্স

আরএম/


সম্পর্কিত খবর