বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ।। ৫ বৈশাখ ১৪৩১ ।। ৯ শাওয়াল ১৪৪৫


জঙ্গি সন্দেহে গ্রেফতার, পুলিশি হেফাজতে মৃত্যু শিক্ষকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশি হেফাজতে মৃত্যু হলো জম্মু-কাশ্মীরের এক ব্যক্তির। মৃতের নাম রিজবান আসাদ। তিনি পেশায় শিক্ষক ছিলেন।

পুলওয়ামা জেলার অবন্তীপোরে তার বাড়ি। জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ।

এ প্রসঙ্গে জম্মু-কাশ্মীরের পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘জঙ্গি কার্যকলাপে জড়িত অভিযোগে রিজবানকে গ্রেফতার করা হয়েছিল। তাকে পুলিশ ও এনআইএ একযোগে অভিযান চালিয়ে গ্রেফতার করে। গত সোম ও মঙ্গলবার পুলিশ হেফাজতে ছিল রিজবান। হেফাজতে থাকাকালীন তার মৃত্যু হয়।

রিজবানের মৃত্যুর পর অবন্তীপোরের কয়েকশ’ ছাত্র মঙ্গলবার রাস্তায় বিক্ষোভ মিছিল করে। মৃত্যুর উপযুক্ত তদন্ত করে দোষীদের শাস্তির দাবি করা হয়।

রিজবানের পরিবারে সদস্যরা বলেন, ‘রিজবানের সঙ্গে কোনও জঙ্গি দলের যোগসূত্র ছিল না। সে জামাত-ই-ইসলামির (সংগঠনটি গতমাসে ভারতের কেন্দ্রীয় সরকার নিষিদ্ধ ঘোষণা করে) সমর্থক ছিল। এজন্য রিজবানকে হেনস্তা করে পুলিশ। ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা রিজবানের মৃত্যুর ঘটনায় দোষীদের চরম শাস্তি দাবি করে।

কেপি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ