শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


বাঘাইছড়ি হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হবে: নূরুল হুদা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা বলেন, সুষ্ঠু তদন্ত করে বাঘাইছড়ি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি এ কথা জানান।

সিইসি জানান, ঘটনা তদন্তে পুলিশকে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়াও আহতদের চিকিৎসার ব্যয় বহন করবে নির্বাচন কমিশন।

নির্বাচনে কোন অনিয়ম হলে হত্যাকাণ্ড দিয়ে তার বিচার হয় না বলেও এসময় মন্তব্য করেন সিইসি।

এসময় সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং ডিআইজি উপস্থিত ছিলেন।

এদিকে, রাঙ্গামাটির বাঘাইছড়িতে গতকালের হামলায় জড়িতদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু করেছে সেনাবাহিনী।

তিনি জানান, সকাল থেকেই শুরু হয়েছে এ অভিযান। যে জায়গায় পলাতকদের অবস্থান হতে পারে আমরা সেসব জায়গায় তল্লাশি চালাচ্ছি।  আমরা কাউকে সামান্যতম ছাড় দেব না।

এদিকে এ ঘটনায় চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন ১০ জনের মধ্যে তিনজনের অস্ত্রোপচার শেষ হয়েছে এবং বাকিরা আশঙ্কামুক্ত বলে জানান ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ