বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
‘মানতিক; যুগের চাহিদার সাথে মিলে না’ এ ধরেণের কথা অযৌক্তিক: মুফতি হিফজুর রহমান দাওরায়ে হাদিসের ফলাফল নজরে সানীর আবেদনের সময় বাকি ৩ দিন  বৃষ্টি প্রার্থনায় জামিয়াতুল আবরার রাহমানিয়ায় ‘সালাতুল ইস্তিসকা’  আদায় হাসপাতালে সৌদি বাদশাহ সালমান সোস্যাল মিডিয়ায় প্রচারিত পাঠ্য তালিকার সাথে বেফাকের পাঠ্য তালিকার সম্পর্ক নেই: বেফাক সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’

‘ঠিকমতো গ্যাসই থাকে না আবার মূল্য বাড়ে; এটা জুলুম’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা শাহ আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, প্রতিমাসে জনগণ থেকে গ্যাসের বিল নেয়া হচ্ছে অথচ রাজধানীর অধিকাংশ এলাকায় ৭/৮ বছর যাবৎ রান্নার চুলায় ঠিকমতো গ্যাস থাকে না।

তিনি বলেন, জনগণের ন্যায্য পাওনা গ্যাস না দিয়ে বার বার গ্যাসের মূল্য বৃদ্ধি করা হচ্ছে, যা সম্পূর্ণ অযৈক্তিক। গ্যাস না দিয়ে প্রতিমাসে অতিরিক্ত বিল নেয়া দেশের সাধারণ মানুষের উপর জুলুম ছাড়া আর কিছুই নয়।

তিনি আরও বলেন, সাধারণ গ্রাহকদের জন্য গ্যাস সরবরাহ নিশ্চিত না করে আবার মূল্য বাড়ানো হলে জনগণ সরকারের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে পড়বে। তিনি অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করতে সরকারের প্রতি আহবান জানান।

আজ বিকালে খেলাফত আন্দোলন কামরাঙ্গীরচর থানা কমিটি পুনঃগঠন উপলক্ষ্যে রাজধানীর কামরাঙ্গীরচর জামিয়া নুরিয়া মাদরাসায় এক আলোচনা সভায় তিনি এইসব কথা বলেন, মাওলানা সাজেদুর রহমান ফয়েজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, ঢাকা মহানগরীর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতি সুলতান মহিউদ্দিন, মাওলানা সানাউল্লাহ, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা লুৎফুর রহমান, হাজী ফজলুল করীম, মুফতি আমজাদ হুসাইন, মুফতি কামাল ও মুফতি আব্দুর রাজ্জাক প্রমুখ।

সভায় মাওলানা সাজেদুর রহমান ফয়েজীকে আমীর ও মুফতি আ ফ ম আকরাম হুসাইনকে স্বাধারন সম্পাদক করে ১৭ সদস্যের খেলাফত আন্দোলন কামরাঙ্গীরচর থানা কমিটি পুনঃগঠন করা হয়।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ