মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ।। ৩ বৈশাখ ১৪৩১ ।। ৭ শাওয়াল ১৪৪৫


বাসচাপায় শিক্ষার্থী নিহত, ৮ দফা দাবিতে অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীতে সকালে বাস চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল-বিইউপির আবরার আহমেদ চৌধুরী নামের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তার সহপাঠিরা।

এতে প্রগতি সরণি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার প্রধান গেটের সামনে জেব্রা ক্রসিং দিয়ে আবরার সড়ক পার হচ্ছিলেন। এসময় সুপ্রভাত পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিইউপি শিক্ষার্থী আবরারের। পথচারিরা ঘাতক বাসটিকে আটক করলেও পালিয়ে যায় চালক।

সহপাঠির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিইউপি ছাড়াও আশে পাশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। দোষী চালকের শাস্তি ও নিরাপদ সড়কের দাবি জানান তারা।

শিক্ষার্থীদের শান্ত করতে ঘটনাস্থলে আসেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি শিক্ষার্থী নিহতের ঘটনায় বিচারের আশ্বাস দেন, বলেন- নিরাপদ সড়কের দাবির সাথে তিনি একমত।

মেয়রের অনুরোধে বিইউপি শিক্ষার্থীরা লিখিতভাবে তাদের দাবিগুলো তুলে ধরেন। এর মধ্যে অন্যতম হচ্ছে :

১) ১০ দিনের মধ্যে সুপ্রভাত বাসের চালক, হেলপার ও মালিকের ফাঁসি

২) সু-প্রভাত ও জাবালে নূরসহ যেসব বাস আজ ও এর আগে দুর্ঘটনা ঘটিয়েছে সেসব বাসের রুট পারমিট বাতিল

৩) চালক হেলপারের ডোপ টেস্ট

৪) বাস-সহ গণপরিবহনের চালক-হেলপারের আইডি কার্ড ভিজিবল করা

৫) বসুন্ধরা আবাসিক/যমুনা ফিউচার পার্কের সামনে জেব্রা ক্রসিংসহ নিহত আবরারের নামে ফুটওভার ব্রিজ করতে হবে দুই মাসের মধ্যে।

৬) নতুন বাসচালকেরা যেন যথাযথ নিয়মে ড্রাইভিং লাইসেন্স পান,

৭) জেব্রাক্রসিংয়ের সামনে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন

৮) প্রগতি সরণির সামনে পদচারী-সেতু স্থাপন।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ