শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
শিক্ষক ও বাবুর্চি নিয়োগ দেবে রাজধানীর আল্লামা শামসুল হক রহ.মাদরাসা উপজেলা নির্বাচনে যাচ্ছে কি ইসলামি দলগুলো? পাঠ্যপুস্তকের ওপর নির্ভরশীল হয়ে স্মার্ট জেনারেশন সৃষ্টি সম্ভব নয়: শিক্ষামন্ত্রী বিচ্ছিন্নভাবে দে‌শের স্বার্থ অর্জন করার সুযোগ নেই : সেনা প্রধান স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাশ করব : স্বাস্থ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে পড়ে ট্রাফিক কনস্টেবল আহত আ.লীগের মন্ত্রী-এমপির আত্মীয়দের উপজেলা নির্বাচনে নিষেধাজ্ঞা; অমান্য করলে ব্যবস্থা ফকিহুল মিল্লাত রহ. এর পরামর্শ -‘ফারেগিন কার সঙ্গে পরামর্শ করবে’ ঢাকায় চালু হলো চীনা ভিসা সেন্টার ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়া নিয়ে ভোট শুক্রবার

বাঁচানো যায়নি জাবি হলের ট্রাঙ্ক থেকে উদ্ধার নবজাতককে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের একটি কক্ষ থেকে ট্রাঙ্কবন্দী অবস্থায় উদ্ধার করা নবজাতকটি বাঁচানো যায়নি।

উদ্ধারের প্রায় ৭ ঘণ্টা পর শনিবার রাত ১০টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় শিশুটি।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবু জাফর এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তিনটার দিকে ট্রাঙ্ক থেকে উদ্ধারের পর বিকাল পাঁচটার দিকে নবজাতকটিকে হাসপাতালে আনা হয়। এ সময় বাচ্চাটির নাড়ি হাত দিয়ে টেনে ছেঁড়া ছিল। আনতে দেরি হওয়ায় ও অক্সিজেনের অভাবে শিশুটি নীল আকার ধারণ করে। পরে রাত ১০টার দিকে শিশুটি মারা যায়।

নবজাতকের মা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক ছাত্রী। তিনি এনাম মেডিকেলেই আছেন।

এর আগে শনিবার বিকাল তিনটার দিকে ট্রাঙ্ক থেকে নকজাতকটিকে উদ্ধার করা হয়।

সন্তান ভূমিষ্ট হলে কাউকে না জানিয়ে নবজাতককে ট্রাঙ্কে তালাবদ্ধ করে রাখেন ওই ছাত্রী। এক পর্যায়ে ওই ছাত্রীকে এনাম মেডিকেলে নেওয়ার পর তার কক্ষে নবজাতকের কান্নার আওয়াজ পান অন্য শিক্ষার্থীরা।

খোঁজাখুজি করে কক্ষে থাকা ট্রাঙ্ক থেকে তালা ভেঙে নবজাতককে উদ্ধার করে হল প্রশাসন। পরে নবজাতককে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে এনাম মেডিকেল পাঠান।

আইএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ