বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


নিউজিল্যান্ডের মসজিদে হামলার প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ মিছিল হয়েছে।

আজ (১৬ মার্চ) শনিবার সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়।

শনিবার সংগঠনটির সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে ওই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা ‘নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলার প্রতিবাদে গর্জে উঠুন’, ‘আমরা সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানাই’, ‘মুসলিমরা সন্ত্রাসের শিকার, সন্ত্রাসী নয়’, ইত্যাদি লেখা সম্বলিত পোস্টার বহন করেন।

এ বিষয়ে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান বলেন, গতকাল শুক্রবার জুমার নামাজের সময় সন্ত্রাসীরা মসজিদে ঢুকে নিরীহ নামাজরত মানুষের ওপর যেভাবে আক্রমণ করেছে তার প্রতিবাদে সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে আজ আমরা কলকাতার রাস্তায় সোচ্চার হয়েছি।

উল্লেখ্য, গতকাল জুমার নামাজের সময় খ্রিস্টান সন্ত্রাস কতৃক নৃশংস হামলায় অন্তত ৪৯ জন নিহত এবং ৪৮ জন গুরুতর আহত হয়।হামলাকারী সন্ত্রাসী ট্যারেন্টের ২০ ‍দিনের রিমান্ড দিয়েছে দেশটির আদালত।

এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ