শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


আফগানিস্তানে বিমান হামলা: ক্বারী আরেফসহ ৩১ আল কায়দা সদস্য নিহতের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের গজনী প্রদেশের গিরু এলাকায় সরকারি বাহিনীর বিমান হামলায় ৩১ জন আল-কায়েদার ভারত শাখার সদস্য নিহত হওয়ার দাবি করেছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বুধবার ( ১৩ মার্চ) ইরানি গণমাধ্যম পার্সটুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে দাবি করেছে যে, নিহত ৩১ জনের মধ্যে আল-কায়েদার প্রভাবশালী সদস্য ক্বারী আরেফও রয়েছে। গজনী প্রদেশের গিরু এলাকায় সরকারি বাহিনীর ওই হামলায় বেশ কয়েকটি গাড়ীও ধ্বংস হয়েছে।

এদিকে, গজনী প্রদেশের আন্দার এলাকায় গত কয়েক দিনে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে আফগান বাহিনী। হামলায় সেখানে অন্তত ১৩ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে বলে বিভিন্ন আফগান সূত্র জানিয়েছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বেসামরিক মানুষ হত্যার বিষয়ে বলেছে, তারা অভিযোগ খতিয়ে দেখছে। ঘটনা তদন্তে সেখানে একটি প্রতিনিধি দল পাঠানো হয়েছে বলেও তারা জানিয়েছে।

আফগানিস্তান বর্তমানে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর অভয়ারণ্যে পরিণত হয়েছে বলে পর্যবেক্ষকরা জানিয়েছেন। সিরিয়া ও ইরাক থেকে আইএস জঙ্গিদেরকে আমেরিকা আফগানিস্তানে নিয়ে যাচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

আইএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ